উত্তরাধিকারের কল্পলোকে রঙ্গশালা মঞ্চস্থ

| বুধবার , ১৭ সেপ্টেম্বর, ২০২৫ at ৮:৩৭ পূর্বাহ্ণ

নগরীর জেলা শিল্পকলা একাডেমি মিলনায়তনে উত্তরাধিকারের নতুন প্রযোজনা ‘কল্পলোকে রঙ্গালয়’র প্রথম মঞ্চায়ন গতকাল মঙ্গলবার অনুষ্ঠিত হয়। সত্যজিৎ রায়ের ছোটগল্প ‘অপ্সরা থিয়েটারের মামলা’ অবলম্বনে এ নাট্য প্রযোজনার নাট্যরূপে ছিলেন অরিন্দম গাঙ্গুলি। নাটকের সম্পাদনা, নির্দেশনা ও আবহ বিন্যাস সাজিয়েছেন মঈন উদ্দিন কোহেল। কুশীলবের ভূমিকায় ছিলেন অসিত দাশ পুলক, গৌতম চৌধুরী, জামাল খান জয়, বিটু ভৌমিক, রাজিউল হাসান, গৌরি নন্দিতা, মাহমুদ রাসেল, রমিতা ভৌমিক, পরিতোষ দাশ বিমল, রণধীর দে, বিপ্লব দাশ, নন্দিনী দত্ত। নাটকের সেট ও ডিজাইনে মোসলিম উদ্দিন সিকদার, পোশাকে বিটু ভৌমিক, কোরিওগ্রাফি রমিতা ভৌমিক এবং নেপথ্যে কণ্ঠ সৈয়দ ফয়সাল আহমেদ। প্রেস বিজ্ঞপ্তি।

পূর্ববর্তী নিবন্ধ‘সোহরাব-রুস্তুম’ খ্যাত চিত্রনায়িকা বনশ্রী মারা গেছেন
পরবর্তী নিবন্ধচোখের সামনে ভেসে গেলেন ১০ শ্রমিক