উত্তরা মোটর্স নিয়ে এলো জনপ্রিয় বাজাজ মোটরসাইকেল

ঢাকা বাইক শো’২২

| শুক্রবার , ২৪ জুন, ২০২২ at ৬:১১ পূর্বাহ্ণ

উত্তরা মোটর্স ইন্টারন্যাশনাল কনভেনশন সিটি বসুন্ধরায় অনুষ্ঠিত ঢাকা মোটর শো’২২ এ নিয়ে এলো সর্বাধিক বিক্রিত এবং নাম্বার ১ মোটরসাইকেল বাজাজ এর সবগুলি মডেল। উত্তরা মোটর্স লি. এর উপব্যবস্থাপনা পরিচালক মুজিবুর উত্তরা মোটর্স এর প্যাভিলিয়নের উদ্বোধন করেন। এ সময় নির্বাহী পরিচালক কাজী ইমদাদ হোসেন, অর্থ পরিচালক এবিএম হুমায়ুন কবির, বাজাজ ডিভিশনের সিইও দিলীপ ব্যানার্জী সহ উত্তরা মোটর্স এর উর্ধতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

উত্তরা মোটর্স মোটরসাইকেলের পাশাপাশি আরই সিএনজি অটোরিক্সা এবং ডিজেল চালিত অ্যাম্বুলেন্স নিয়ে এসেছে, যা ইতি মধ্যে মানিকগঞ্জ জেলার সাটুরিয়া উপজেলা সহ দেশের বিভিন্ন প্রত্যন্ত অঞ্চলে গ্রামীন অ্যাম্বুলেন্স নামে সকলের নিকট পরিচিত। উত্তরা মোটর্স প্যাভিলিয়নে পাওয়া যাচ্ছে বাংলাদেশের সর্বপ্রথম স্পোর্টস বাইক বাজাজ পালসার, এবিএস সহ পালসার ১৬০ টুইন ডিস্ক, ক্রুজ বাইক এভেঞ্জার ১৬০, মাইলেজ চ্যাম্পিয়ন ডিসকভার ১১০ এবং ১২৫ ডিস্ক, প্লাটিনা ১১০ এইচ এবং সিটি ১০০ ইএস মোটরসাইকেল। বাংলাদেশে বাজাজ মোটরসাইকেলের একমাত্র পরিবেশক উত্তরা মোটর্স ।

উত্তরা মোটর্স সমগ্র দেশব্যাপী ১৫টি শাখা অফিস ও ৪০০ টির অধিক থ্রী এস ডিলারের মাধ্যমে বাজাজ মোটরসাইকেল বাজারজাতকরন ও সার্ভিস সেবা প্রদান করছে, এ ছাড়াও অনুমোদিত সার্ভিস সেন্টার তথা প্রশিক্ষনপ্রাপ্ত মেকানিঙের মাধ্যমে থানা/ গ্রাম-গঞ্জে বিক্রয়োত্তর সেবা প্রদান নিশ্চিত ও সহজলভ্য করে আসছে । প্রেস বিজ্ঞপ্তি।

পূর্ববর্তী নিবন্ধকুড়িগ্রামে ৬ জেএমবি সদস্যের ফাঁসি
পরবর্তী নিবন্ধ১৯ বছর সিঙ্গাপুরে শ্রম দিয়ে ফিরতে হল ‘বিভ্রান্তি’ ছড়ানোর অভিযোগে