উত্তর হালিশহর রহমানিয়া দরবারে হযরত ইমাম রব্বানীর ওরশ

| শুক্রবার , ৬ সেপ্টেম্বর, ২০২৪ at ৭:৫৫ পূর্বাহ্ণ

২৬নং ওয়ার্ড উত্তর হালিশহর মোল্লাপাড়াস্থ রহমানিয়া দরবার শরীফে হযরত ইমাম রব্বানী মোজাদ্দেদে আলফেসানী আবুল বরকত বদরুদ্দিন শায়খ আহমদ ফারুকী সেরহিন্দীর (রহঃ) বার্ষিক ফাতেহা উপলক্ষে গত মঙ্গলবার ওরশ অনুষ্ঠিত হয়।

দিনব্যাপি বিভিন্ন কর্মসূচি সম্পন্ন করে বাদে আছর থেকে মিলাদ মাহফিল সিলসিলায়ে তরিকায়ে নকশ্‌বন্দীয়া মোজাদ্দেদীয়া রহমানিয়া দরবারের সাজ্জাদানশীন রাহনুমায়ে শরীয়ত হাফেজ মাওলানা সৈয়দ মুহাম্মদ ইসহাক নকশ্‌বন্দী মোজাদ্দেদী (.জি.)’র সভাপত্বিতে অনুষ্ঠিত হয়। এতে প্রধান আলোচক ছিলেন অক্সিজেন রহমানিয়া গাউছিয়া মাদ্রাসার পরিচালক হযরত মাওলানা ছৈয়দ আহম্মদ রেজা আলকাদেরী, বিশেষ বক্তা ছিলেন মাওলানা মোহাম্মদ মহিউদ্দিন হোসাইনী, হাফেজ মাওলানা নোমান আশরাফ আলকাদেরী, হাফেজ মাওলানা ফরহাদ আমিন আলকাদেরী, শাহ্‌জাদা হাফেজ মাওলানা সৈয়দ মুহাম্মদ আহসানুল আমিন রাহাত নকশ্‌বন্দী মোজাদ্দেদী। আরো উপস্থিত ছিলেন ছৈয়দ মুহাম্মদ আবুল কাশেম, ডাঃ এস.এম কামাল উদ্দিন ইউসুফ, মোঃ সোহেল আমিন, ডাঃ এস.এম আরাফাত আমিন, মোঃ কামরু উদ্দীন, ইঞ্জিনিয়ার আমিনুল ইসলাম আসাদ, নজিব আহমেদ, হাফেজ শরফুল আমিন, নুরুল আফছার, মোঃ শাহজাহান, আক্তার হোসেন যুব, নূর মোহাম্মদ, জসিম উদ্দিন, আব্দুল মালেক, নুরুল আলম, খোরশেদ আলম আনিস, মেজবাহ উদ্দিন প্রমূখ। সভাপতি তার বক্তব্যে বলেন, মহান আল্লাহ তায়ালা দীন ইসলামকে হেফাজতের জন্য যুগে যুগে সংস্কারক প্রেরণ করেন, যিনি দীন ইসলামকে যাবতীয় কুসংস্কার থেকে মুক্ত করে প্রকৃত আদর্শের উপর পুনঃপ্রতিষ্ঠা করেন। প্রেস বিজ্ঞপ্তি।

পূর্ববর্তী নিবন্ধসরকারি অফিসে প্লাস্টিকের বিকল্প ব্যবহারের নির্দেশনা
পরবর্তী নিবন্ধবাংলা একাডেমির নতুন মহাপরিচালক মোহাম্মদ আজম