উত্তর হালিশহর ওয়ার্ডে শিক্ষা উপকরণ বিতরণ

| মঙ্গলবার , ৯ মে, ২০২৩ at ৬:০৬ পূর্বাহ্ণ

মহানগর যুবলীগ নেতা দেবাশীষ পাল দেবুর উদ্যোগে গতকাল সকালে নগরীর ২৬নং উত্তর হালিশহর ওয়ার্ডস্থ চৌধুরীপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয় প্রাঙ্গণে কোমলমতি শিক্ষার্থীদের মাঝে ছাতা, খাতা ও কলম বিতরণ করা হয়।

যুবলীগ নেতা কায়সারের সভাপতিত্বে ও সৈয়দ হোসেন এবং রাজু মোমেনের যৌথ সঞ্চালনায় এতে প্রধান অতিথি ছিলেন আওয়ামী লীগ নেতা এরশাদুল আমিন। উপস্থিত ছিলেন ২৬নং ওয়ার্ড কাউন্সিলর লায়ন মো. ইলিয়াছ, ২৬নং ওয়ার্ড আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক আবেদ মুনছুর, ওয়ার্ড আওয়ামী লীগ নেতা সুলতান আহমেদ চৌধুরী, সামছুল আলম সামসু, আশফাকুল আলম আশফাক, এমকে মাসুম, চৌধুরী স্কুলের প্রধান শিক্ষিকা মেহের আরজু , মহানগর যুবলীগ নেতা আনিফুর রহমান লিটু, ইমতিয়াজ বাবলা, ফরহাদ আবদুল্লা, মো. ইসমাইল, সাজিবুল ইসলাম সজিব, কায়সার আলম, মনিরুল হক মনির, নুরুল ইসলাম মানিক, মোস্তফা মামুন ভুঁইয়া, বদর শাহ, আব্দুল মমিন রাজু, রতন কান্তি দাশ, আজাদ খান, হৃদয় কুমার দাশ, হুমায়ূন কবির ইমু, সৈয়দ সুলতান ফাহিম, নুর ইসলাম রিয়াদ, আবিদ হাছান, সামিউল ইসলাম সামি, সজিব কান্তি দাশ, রুবেল, উজ্জল, মেহেদী হাসান, মো. তারেক, মো. রবিন, জিসান, মো. রাজু প্রমুখ। প্রেস বিজ্ঞপ্তি।

পূর্ববর্তী নিবন্ধবিলাইছড়িতে অগ্নিকাণ্ডে ৮০ দোকান ও বসতঘর ভস্মীভূত
পরবর্তী নিবন্ধআবুল কাশেম