আলহাজ্ব মোস্তফা-হাকিম ওয়েলফেয়ার ফাউন্ডেশনের সার্বিক সহযোগিতায় ও সিটি কর্পোরেশনের সাবেক মেয়র এম মনজুর আলমের উদ্যোগে গতকাল নগরীর ২৬নং ওয়ার্ড উত্তর হালিশহর আব্বাস পাড়া জামে মসজিদের নির্মাণ কাজের উদ্বোধন করা হয়। এ উপলক্ষে আলোচনা সভা, মিলাদ মাহফিল, দোয়া ও মোনাজাতের আয়োজন করা হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি ও উদ্বোধক হিসেবে উপস্থিত ছিলেন, মোস্তফা-হাকিম গ্রুপ ও আলহাজ্ব মোস্তফা-হাকিম ওয়েলফেয়ার ফাউন্ডেশনের পরিচালক মোহাম্মদ সারওয়ার আলম। বিশেষ অতিথি ছিলেন, উত্তর হালিশহর ২৬নং ওয়ার্ড কাউন্সিলর লায়ন মোহাম্মদ ইলিয়াস। অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন, মসজিদ কমিটির সভাপতি আবুল হোসেন, সাধারণ সম্পাদক মোহাম্মদ আমিন, যুগ্ম সাধারণ সম্পাদক মো. ইব্রাহিম, মোস্তফা হাকিম কলেজের সাবেক উপাধ্যক্ষ বাদশা আলম, সমাজ সেবক গোলাম মোহাম্মদ চৌধুরী, মো. মহসিন, জাহেদুল হক শিবলু, আব্দুর রাজ্জাক দুলাল প্রমুখ। প্রেস বিজ্ঞপ্তি।