ঈদে মিলাদুন্নবী (দঃ) ও ফাতেহায়ে ইয়াজদাহুম উপলক্ষে উত্তর মোহরা আনজুমানে পাক পাঞ্জাতন শাহ্ আলী রজা (রহ.) কমিটির উদ্যোগে আনোয়ারা ওষখাইন আলী নগর দরবারে পীরজাদা ইলিয়াছ রজা’র সভাপতিত্বে গত ৩ ডিসেম্বর মাহফিল অনুষ্ঠিত হয়।
এতে উদ্বোধক ছিলেন ঔষখাইন শাহ্ আলী রজা (রহ.) আলিম মাদ্রাসার পরিচালক শাহ্জাদা আবদুল কাদের চাঁদ মিয়া। প্রধান অতিথি ছিলেন আল আমিন বারিয়া কামিল মডেল মাদ্রাসার শায়খুল হাদীস কাযী মুহাম্মদ শাহেদুর রহমান হাশেমী।
প্রধান বক্তা ছিলেন আল্লামা মুহাম্মদ হাসানুর রহমান হোসাইনী নক্সবন্দী। প্রেস বিজ্ঞপ্তি।