উত্তর পাহাড়তলী ওয়ার্ড বিএনপির সদস্য নবায়ন কার্যক্রম উদ্বোধন

| শুক্রবার , ২৯ আগস্ট, ২০২৫ at ৫:৩৭ পূর্বাহ্ণ

জাতীয়তাবাদী দল উত্তর পাহাড়তলী ৯ নং ওয়ার্ডে সদস্য নবায়ন কার্যক্রমের উদ্বোধন করা হয়েছে। গতকাল বৃহস্পতিবার আয়োজিত এ অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন মহানগর বিএনপির সদস্য সচিব নাজিমুর রহমান। সভাপতিত্ব করেন ওয়ার্ড বিএনপির আহ্বায়ক রেহান উদ্দিন এবং সঞ্চালনা করেন ওয়ার্ড বিএনপির সদস্য সচিব মাহাবুবুল আলম।

প্রধান অতিথি বলেন, বিগত দিনে যারা ফ্যাসিস্ট সরকারের দোসর হয়ে অপকর্মে লিপ্ত ছিল, যারা সাধারণ মানুষকে নিপীড়ন করেছে, তারা কখনোই বিএনপির সদস্য হতে পারবে না। বিএনপি হচ্ছে একটি গণতান্ত্রিক ও আদর্শনিষ্ঠ সংগঠন।এখানে স্থান হবে শুধু তাঁদের জন্য, যারা জাতীয়তাবাদী আদর্শে বিশ্বাসী, যাদের পরিচ্ছন্ন রাজনৈতিক ভাবমূর্তি রয়েছে। তিনি বলেন,দলকে সুসংগঠিত করতে শৃঙ্খলার বিকল্প নেই।

আমরা আন্দোলনের মাধ্যমেই জনগণের হারানো অধিকার ফিরিয়ে আনব। প্রধান বক্তা ছিলেন মহানগর বিএনপির যুগ্ম আহ্বায়ক মঞ্জুরুল আলম মঞ্জু, আকবর শাহ থানা বিএনপির সাবেক সভাপতি আব্দুস সাত্তার সেলিম এবং সাবেক সাধারণ সম্পাদক মাঈনুদ্দিন মাঈনু। বক্তব্য রাখেন নুরুল আকবর, হাবিবুর রহমান প্রমুখ। প্রেস বিজ্ঞপ্তি।

পূর্ববর্তী নিবন্ধচট্টগ্রাম কাস্টমস্‌ এজেন্টস্‌ এসো’র আর্থিক অনুদান ও চিকিৎসা সহায়তার চেক হস্তান্তর
পরবর্তী নিবন্ধলালনের তিরোধান দিবসকে জাতীয় দিবস ঘোষণা