উত্তর পাহাড়তলী ওয়ার্ড স্বেচ্ছাসেবক দলের কমিটি বাতিল দাবি, বিক্ষোভ

| বুধবার , ২ জুলাই, ২০২৫ at ৭:৩৬ পূর্বাহ্ণ

নগরীর ৯নং উত্তর পাহাড়তলী ওয়ার্ড স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক কমিটিতে ‘ছাত্রলীগের সক্রিয় কর্মীকে অন্তর্ভুক্ত’ করে কমিটি ঘোষণা করার প্রতিবাদে বিক্ষোভ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। বিক্ষোভ মিছিলটি ৯নং ওয়ার্ড বিএনপির কার্যালয় থেকে শুরু হয়ে নগরীর এ কে খান মোড়ে এসে শেষ হয়। এ সময় নেতাকর্মীরা সেখানে বিক্ষোভ কর্মসূচি পালন করেন।

এ সময় উপস্থিত ছিলেন আকবরশাহ্‌ থানা স্বেচ্ছাসেবক দলের সদ্য পদত্যাগ করা যুগ্মআহ্বায়ক নাসির আহমেদ সোহেল, ৯নং ওয়ার্ড স্বেচ্ছাসেবক দলের রনি, রিপন, নুরুজ্জামান বাবু, সুমন, দেলোয়ার, আনোয়ার, সবুজ প্রমুখ। প্রেস বিজ্ঞপ্তি।

পূর্ববর্তী নিবন্ধবিস্ফোরক মামলা সীতাকুণ্ড ইউপি চেয়ারম্যানসহ গ্রেপ্তার ২
পরবর্তী নিবন্ধজুলাই গণহত্যার দৃশ্যমান বিচার সম্পন্ন করতে হবে