রাজধানীতে মহাসমাবেশে পুলিশ সদস্যকে নৃশংসভাবে পিটিয়ে হত্যার ঘটনায় দায়ের করা মামলার আসামি চট্টগ্রাম উত্তর জেলা যুবদলের সাধারণ সম্পাদক মুরাদ চৌধুরীকে গ্রেপ্তার করেছে র্যাব। গত সোমবার দুপুরে নগরীর চান্দগাঁও এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়। র্যাবের সিনিয়র সহকারী পরিচালক (মিডিয়া) মো. নূরুল আবছার আজাদীকে জানান, গত ২৮ অক্টোবর বিএনপির মহাসমাবেশকে কেন্দ্র করে রাজধানীর নয়াপল্টন এলাকার বিভিন্ন স্থানে বিএনপির কেন্দ্রীয় নির্দেশে চট্টগ্রাম উত্তর জেলা যুবদলের সাধারণ সম্পাদক মুরাদ চৌধুরী তার অনুসারীদের নিয়ে মহাসমাবেশ স্থলে অবস্থান নেয়। ছাত্রদলের কর্মীরা সেখানে কর্তব্যরত পুলিশ সদস্যদের উপর অতর্কিতে হামলা চালায়। এ সময় পুলিশ সদস্যদের উপর ছাত্রদল নেতা আমান, যুবদল নেতা জাকির হোসেন জসিম এবং চট্টগ্রাম উত্তর জেলা যুবদলের সাধারণ সম্পাদক মুরাদ চৌধুরীর নেতৃত্বে ইট–পাটকেল নিক্ষেপ করতে থাকে নেতাকর্মীরা। নাশকতাকারীদের বিক্ষিপ্ত ইটের আঘাতে পুলিশ কনস্টেবল আমিরুল ইসলাম পারভেজ রাস্তায় লুটিয়ে পড়েন। বিক্ষোভকারীরা মৃত্যু নিশ্চিত করার জন্য কনস্টেবল পারভেজের মৃতদেহের উপরও বর্বরভাবে আঘাত করে তাদের অনুসারীদের নিয়ে ঘটনাস্থল ত্যাগ করে। পরে এ ঘটনায় রাজধানীর পল্টন মডেল থানায় বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরসহ ১৬৭ জনের নাম উল্লেখ করে এবং অজ্ঞাতনামা আসামি করে একটি মামলা দায়ের করা হয়। গ্রেপ্তারকৃত মুরাদ এই মামলার আসামি। এছাড়া তার বিরুদ্ধে নগরীর কোতোয়ালী থানা ও রাঙ্গুনিয়া থানায় ২টি মামলা রয়েছে।