বাংলাদেশ বৈদিক পরিষদ উত্তর জেলার সহ–সাংগঠনিক সম্পাদক সংগঠক জিতু কর্মকারের চিকিৎসার জন্য অনুদান প্রদান করা হয়েছে। উত্তর জেলা বৈদিক পরিষদের প্রধান উপদেষ্টা পুস্পিতা গুপ্তা ও প্রধান পৃষ্ঠপোষক সুমন দের সার্বিক সহযোগিতায় গত ২৩ এপ্রিল জিতুর মায়ের কাছে নগদ অর্থ তুলে দেয়া হয়। বৈদিক পরিষদের সভাপতি পলাশ সেন ও সাধারণ সম্পাদক পিংকু ভট্টাচার্যের সার্বিক তত্ত্বাবধানে অনুদান প্রদান করেন বৈদিক পরিষদ উত্তর জেলা ও সনাতনী অধিকার আন্দোলন চট্টগ্রাম বিভাগীয় কমিটির নেতৃবৃন্দ। এসময় উপস্থিত ছিলেন সসীম গৌরি চরণ, তিলক কান্তি তালুকদার, অপু দাশ, সজল চৌধুরী, মুন চৌধুরী, সানু চক্রবর্তী ও অনুপম ধর, পলাশ দাশ, মিটন শীল, জেকি দে, জয় মজুমদার, উত্তম চৌধুরী, রিটন মহাজন, পলাশ সেন পলাশ, বিজয় ধর, রনি পালিত, প্রিয়াংকা ধর, রুবেল দে, অসীম দাশ, বিজয় নাথ প্রমুখ। প্রেস বিজ্ঞপ্তি।