উত্তর জেলা বিএনপির প্রস্তুতিসভা

| বুধবার , ১৬ জুলাই, ২০২৫ at ১২:১৯ অপরাহ্ণ

জুলাইআগস্ট গণঅভ্যুত্থান, শোক ও বিজয়ের বর্ষপূর্তি পালন উপলক্ষে উত্তর জেলা বিএনপির প্রস্তুতিসভা গতকাল মঙ্গলবার উত্তর জেলা বিএনপির সিনিয়র যুগ্ম আহবায়ক এম.এ হালিমের সভাপতিত্বে ও উত্তর জেলা বিএনপির যুগ্ম আহবায়ক নুরুল আমিনের সঞ্চালনায় অনুষ্ঠিত হয়। কাজির দেউরী নাসিমন ভবনস্থ দলীয় কার্যালয়ে অনুষ্ঠিত প্রস্তুতি সভায় উপস্থিত ছিলেন অধ্যাপক ইউনুছ চৌধুরী, নুর মোহাম্মদ, অধ্যাপক আজম খান, অ্যাডভোকেট আবু তাহের, কর্নেল আজিম উল্লাহ বাহার, আব্দুল আউয়াল চৌধুরী, অধ্যাপক জসিম উদ্দিন চৌধুরী, অধ্যাপক কুতুব উদ্দিন বাহার, সেলিম চেয়ারম্যান, আবু আহমেদ হাসনাত, আনোয়ার হোসেন, ডা. রফিক উল আলম, কাজী মহিউদ্দিন, মোশাররফ হোসেন দিদার, এজাহার মিয়া, আব্দুল ছালাম, ইউসুফ নিজামী, শফিউল আলম চৌধুরী, বদিউল আলম বদরু, ফজল বারেক, সৈয়দ নাছির উদ্দিন, সেলিম নুর, আশরাফ উল্লাহ, জহুরুল আলম জহুর, মোর্শেদ আলী, ইমাম হোসেন, ফজলে এহসান শামীম, আমিনুল ইসলাম তৌহিদ, এডভোকেট কে আলম, লায়লা বেগম, আনোয়ার হোসেন উজ্জ্বল প্রমুখ। সভাপতি বক্তব্যে এম. এ হালিম বলেন, জুলাইআগস্ট বিপ্লবের চেতনাকে ধারণ করে সকল ষড়যন্ত্রের বিরুদ্ধে ঐক্যবদ্ধভাবে প্রতিরোধ গড়ে তুলতে হবে। গণতন্ত্রকে প্রতিষ্ঠিত করতে হলে অতিদ্রুত নির্বাচন দিতে হবে। একটি বিশেষ গোষ্ঠী নিজেদের স্বার্থ চরিতার্থ করতে ষড়যন্ত্র শুরু করেছে। নির্বাচনকে অনিশ্চিত করার অপচেষ্টায় লিপ্ত হয়েছে। নেতৃবৃন্দ কেন্দ্রীয় ঘোষিত জেলা বিএনপির কর্মসূচিগুলো সফল করার জন্য নেতাকর্মীদের প্রতি আহ্বান জানান।

পূর্ববর্তী নিবন্ধরাঙামাটি বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় দিবস উদযাপন
পরবর্তী নিবন্ধপটিয়ায় টেক্সিতে যাত্রীবেশে ছিনতাই, সাবেক সেনা কর্মকর্তা আহত