উত্তর কোরিয়ার ক্ষেপণাস্ত্র গিয়ে পড়ল জাপান সাগরে!

কিম বললেন, দেখালাম আমাদের কত ক্ষমতা

| সোমবার , ২০ ফেব্রুয়ারি, ২০২৩ at ৭:২২ পূর্বাহ্ণ

আন্তর্জাতিক মহলের বার বার হুঁশিয়ারি সত্ত্বেও আবারও ক্ষেপণাস্ত্র পরীক্ষা করল উত্তর কোরিয়া। শনিবার আন্তর্দেশীয় ক্ষেপণাস্ত্র (আইসিবিএম)-এর উৎক্ষেপণ করেছে তারা। উত্তর কোরিয়ার সরকারি সংবাদপত্র কেসিএনএর প্রতিবেদন অনুযায়ী, প্রশাসক কিম জং উন শনিবার স্থানীয় সময় সকাল ৮টায় সামরিক

মহড়ার নির্দেশ দেন। সেই মহড়াতেই হোয়াসং১৫ ক্ষোপণাস্ত্রটি উৎক্ষেপণ করা হয়েছে পিয়ংইয়ং বিমানবন্দর থেকে। সফল উৎক্ষেপণের পরই নাম না করে আমেরিকাকে কিম হুঁশিয়ারি দিয়ে বলেন, এই ক্ষেপণাস্ত্র পরীক্ষা করে প্রমাণ করে দিলাম, আমাদের ক্ষমতা কতটা। হামলা করলে, পাল্টা পরমাণু হামলা

করতেও প্রস্তুত আমরা। গত সপ্তাহেই দক্ষিণ কোরিয়া এবং আমেরিকার যৌথ সামরিক মহড়া হয়েছে। তারপর পরই উত্তর কোরিয়ার এই শক্তিপ্রদর্শন কোরীয় উপদ্বীপে নতুন করে উত্তেজনার পরিবেশ সৃষ্টি করতে পারে বলে মনে করছে আন্তর্জাতিক মহল।

শুধু তাইই নয়, এই ক্ষেপণাস্ত্র ছুড়ে কিম আবার বার্তা দিতে চাইলেন যে, প্রয়োজনে তারাও পরমাণু হামলা থেকে পিছিয়ে আসবেন না।

পূর্ববর্তী নিবন্ধসিএসইতে লেনদেন ৬.৪৯ কোটি টাকা
পরবর্তী নিবন্ধসিরিয়ার প্রতি আরব দেশগুলোর মনোভাব পাল্টানো দরকার