নিজেকে সুজনশীল হতে হলে ভাবনার জগৎ, দেখার জগৎ হতে হয় ইতিবাচকতায় পরিপূর্ণ। আর এই অসাধারণ গুনটি প্রতিটি মানুষের মধ্যে আছে। প্রয়োজন একটু ঝুঁকি নিয়ে নিজের জীবনে পরিচালিত করতে হয, যেনো সবার জন্য কাজটি ভালো উদাহরণ হয় আর অনুপ্রেরণার কারণ হয়। জীবন খুব সুন্দর। জীবন খুব ছোট আর উপভোগের। সময়ের মেঠো পথ পেরিয়ে আজ আমরা নানা রূপ বর্ণে বর্ণিল। আমাদের জগৎ সংসারে বহু ধরনের মানুষ আছে, তাঁরা কিসের পিছনে ছুটছে নিজেরাও জানে না। মানুষ ক্রমশ ব্যস্ত হয়ে উঠছে অসুস্থ প্রতিযোগিতায়। বাদাম বাদাম কাঁচা বাদাম, অথবা মধু হই হই বিষ খাওয়াইলা ইত্যদি কৃত্রিম আনন্দের পিছনে ছুটে হয়ে উঠছে অমানুষ যন্ত্রদানব। এই ঘোর তমাল অমাবিশার সমাধানের সহজ সমাধান জ্ঞান আহরণ। আর তার সমূলে আছে বই, বই ও বই পঠন। আগামী ৩১ মার্চ ২০২২ ইং উত্তর কাট্টলী নুঃ হঃ চৌঃ স্কুল মাঠে ২য় বারের মতো অনুষ্ঠিত হতে যাচ্ছে দুইদিন ব্যাপী বইমেলা। বিভিন্ন নামী দামী প্রকাশনা প্রতিষ্ঠান। থাকবে নানা রঙ বর্ণের সাংস্কৃতিক আয়োজন। উপস্থিত থাকবেন দেশ বরেণ্য রাজনৈতিক নেতা সহ রাষ্ট্রীয় পুরস্কারে ভুষিত নামী দামী কবি সংগঠক এবং বরণ্য সাহিত্য মোদী প্রেমিকজন। সাড়ম্বরে মাঠ কাঁপাবেন বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানসহ এলাকার বিভিন্ন সামাজিক সংগঠন। যা মুগ্ধতায় ভরা আকাশের সুনীল পদটিকা রচনা করবে। অভিবাবকের উপস্থিতি হবে দৃষ্টি নন্দন চট্টগ্রামের লিখিয়ে কবি গল্পকারের মিলন সেতু বন্ধন রচনায় বইমেলার আয়োজকরা বদ্ধ পরিকর।