বাংলাদেশ জাতীয়তাবাদী সামাজিক সাংস্কৃতিক সংস্থা (জাসাস) ১০নং উত্তর কাট্টলী ওয়ার্ড শাখার এক কর্মী সভা গতকাল সোমবার মুন্সী পাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ে অনুষ্ঠিত হয়।
সভায় প্রধান অতিথি ছিলেন মহানগর বিএনপির সাবেক সাংস্কৃতিক সম্পাদক আলী আজম চৌধুরী। তিনি বলেন, একটি দেশের ভাবমূর্তি ও পরিচয় ফুটে উঠে তার কৃষ্টি ও সংস্কৃতির ওপর। বিগত বছরগুলোতে আওয়ামী দুঃশাসনে আমাদের সংস্কৃতি হারিয়ে গেছে। নতুন প্রজন্মের কাছে দেশীয় সংস্কৃতি তুলে ধরতে হবে, যাতে তারা বিদেশী সংস্কৃতির আগ্রাসনের শিকার না হয়। জাসাসকে শক্তিশালী সংগঠনে পরিণত করতে হবে।
জাসাস নেতা জামিউল ইসলাম জীবনের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় বিশেষ অতিথি ছিলেন মহানগর জাসাসের যুগ্ম আহ্বায়ক শেখ জামিল হোসেন, নজরুল ইসলাম তুহিন ও আকবরশাহ থানা জাসাসের সভাপতি আবদুল হান্নান শিবলী। বক্তব্য রাখেন জহির উদ্দিন, ইকবাল হোসেন, মাজহারুল হক শাহীন, শওকত হোসেন সাব্বির, সাইফুল ইসলাম, মো. ফরহাদ প্রমুখ। প্রেস বিজ্ঞপ্তি।