উচ্চারকের ‘কবি ও কাব্যকথার সমন্বয়’

| বৃহস্পতিবার , ২৬ অক্টোবর, ২০২৩ at ৮:২১ পূর্বাহ্ণ

কবিকবিতাআবৃত্তিকারশ্রোতাএই চারটি বিষয়ের সমন্বয়ে উচ্চারক আবৃত্তি কুঞ্জের নিয়মিত অনুষ্ঠান ‘কবি ও কাব্যকথার সমন্বয়’ এর পঞ্চদশ পর্ব আগামীকাল শুক্রবার সন্ধ্যা ৬টায় অনুষ্ঠিত হবে। জেলা শিল্পকলা একাডেমির মূল মিলনায়তনে অনুষ্ঠিতব্য এবারের সন্ধ্যায় আমন্ত্রিত কবি থাকবেন শিহাব শাহরিয়ার, জিন্নাহ চৌধুরী ও শাশ্বত টিটো। তিনি কবির উপস্থিতিতে তাদের কবিতা আবৃত্তি করবেন আমন্ত্রিত আবৃত্তিশিল্পী ও উচ্চারকের শিল্পীরা।

উচ্চারক সভাপতি আবৃত্তিশিল্পী ও সাংবাদিক ফারুক তাহেরের সভাপতিত্বে এবং সহসভাপতি এ এস এম এরফানের সঞ্চালনায় অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখবেন উচ্চারক শুভানুধ্যায়ী পরিষদ সদস্য কবি কাজী সালাহউদ্দিন। প্রেস বিজ্ঞপ্তি।

পূর্ববর্তী নিবন্ধআঞ্চলিক ভাষাকে গানের সুরে ছড়িয়ে দিতে যুগান্তর স্বজন আহসান আরিফ
পরবর্তী নিবন্ধঅপু বিশ্বাসের মন্তব্যের পর বুবলীর ইঙ্গিতপূর্ণ স্ট্যাটাস