উচ্চারক শিশু আবৃত্তি উৎসব সম্পন্ন

| রবিবার , ২৮ সেপ্টেম্বর, ২০২৫ at ৯:৩৬ পূর্বাহ্ণ

শৈশবেই বুনন হোক সাম্যের মনন’ এই শিরোনামে উচ্চারক শিশু কুঞ্জের আয়োজনে এবং উচ্চারক আবৃত্তি কুঞ্জের ব্যবস্থাপনায় দুদিনব্যাপী শিশু আবৃত্তি উৎসব সম্পন্ন হয়েছে। গতকাল শনিবার বিকাল ৫টায় চট্টগ্রাম জেলা শিল্পকলা একাডেমির মূল মিলনায়তনে উৎসবের শেষ দিনের অনুষ্ঠান শুরু হয় উচ্চারক শিশু কুঞ্জের শিশুদের কণ্ঠে বৃন্দ আবৃত্তি ‘প্রমিতির মাথায় কুমিরের ছানা’ দিয়ে। এরপর একে একে দলীয় নৃত্য, দলীয় আবৃত্তি ও একক আবৃত্তি পরিবেশন করে চট্টগ্রাম শিল্পকলা একাডেমি আবৃত্তিদল, তারুণ্যের উচ্ছ্বাস, প্রমিতি সাংস্কৃতিক একাডেমি, প্রত্যয় শিক্ষা ও সাংস্কৃতিক একাডেমি, বিবেকানন্দ সঙ্গীত নিকেতন ও ভীমপলশ্রী নৃত্য অঞ্চল।

একক আবৃত্তি পরিবেশন করেন আমন্ত্রিত আবৃত্তিশিল্পী সাজেদা ইসফাত রহমান সামান্তা, মো. তাউসিফুল হক চৌধুরী, অনির্বাণ চৌধুরী, বনকুসুম বড়ুয়া, ঐশী পাল, সুপ্রিয়া চৌধুরী, মাহফুজা হক স্নিগ্ধা, অনন্যা চৌধুরী, উচ্চারক শিশু কুঞ্জের বুশরা আলম, তাথৈ বড়ুয়া, হুমায়রা আক্তার, রাইসা জান্নাত নাবিলা, ফারাহ তাহের প্রকৃতি, পূর্ণাশ্রী দেবী, জান্নাতুল নাঈম, দীপা দত্ত, দেবস্মিতা নন্দী শ্রেয়া, ফাইজান ফয়সাল, মো. ইব্রাহিম, আংকিতা বড়ুয়া, আদ্রিতা বড়ুয়া, সাবিকুন বিনতে হোসেন, রুমাইসা সাহরীন, জুওয়াইরিয়া মাহরীন, রাফিয়া জাহেদ, ফারিহা তাহের গল্প, সুহায়লা সুবাহ, মোশাররফ রেজা, ওয়াকেয়া তাবাসসুম, মোবাশশেরা আহমেদ, অরুনিমা ভট্টাচার্য্য, পুষ্প বড়ুয়া তুলতুলি, জাহানারা সানজিদ সিলভিয়া, বুশরা আহমেদ রামিন, রাবিবা মাহমুদ, জোহায়ের আব্দুল্লাহ, মো. জুহাইর, পড়শী বড়ুয়া, প্রিয়ন্তী বড়ুয়া, ওয়াজিহা আব্দুল্লাহ, অর্পিতা চৌধুরী ও সামিয়া আক্তার। ছড়া পাঠ করেন ছড়াশিল্পী বিপুল বড়ুয়া, আবুল কালাম বেলাল ও কেশব জিপসী। প্রেস বিজ্ঞপ্তি।

পূর্ববর্তী নিবন্ধনির্বাচনে জনআকাঙ্ক্ষার প্রতিফলন ঘটানোর জন্য জুলাই সনদের আইনগত ভিত্তি জরুরি
পরবর্তী নিবন্ধবিশ্ব পর্যটন নেটওয়ার্কের পর্যটন দিবস উদযাপন