রবীন্দ্র ভারতী বিশ্ববিদ্যালয়ের ‘কন্ঠ সংগীত’ বিভাগ থেকে শাস্ত্রীয় তথা উচ্চাঙ্গ সংগীতের উপর পিএইচডি ডিগ্রি অর্জন করেছেন বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী উচ্চাঙ্গ সংগীত শিল্পী তাপস দত্ত। রবীন্দ্র ভারতী বিশ্ববিদ্যালয়ের কণ্ঠ সংগীত বিভাগের ড. চন্দ্রানী দাসের তত্ত্বাবধানে উচ্চাঙ্গ সংগীতের আগ্রা ঘরানা নিয়ে ২০২০ সালে পিএইচডি ডিগ্রি লাভ করেন শিল্পী তাপস দত্ত। করোনা মহামারীর কারণে তিন বছর বিশ্ববিদ্যালয়ের সমাবর্তন অনুষ্ঠান বন্ধ ছিল। গত ৮ মে কবিগুরুর জন্মস্থান জোড়াসাঁকো জমিদার বাড়িতে অনুষ্ঠিত বহু প্রতীক্ষিত এই সমাবর্তন অনুষ্ঠানে তাপস দত্ত আনুষ্ঠানিকভাবে পিএইচডির সার্টিফিকেট লাভ করেন।
আনোয়ারা উপজেলার পাঠনীকোঠা গ্রামের পিতা রনধীর দত্ত ও মাতা বানী দত্তের পুত্র সংগীত শিল্পী তাপস দত্ত ২০০৪ সালে ভারত সরকারের ‘আইসিসিআর’ এর বৃত্তি নিয়ে সংগীত বিষয়ে পড়াশুনার উদ্দেশ্যে ভারতে যাত্রা করেন। ২০০৭ সালে বি মিউজিক (অনার্স) কোর্সে উচ্চাঙ্গ সঙ্গীত বিষয়ে প্রথম স্থান অধিকার করেন। ২০০৯ সালে রবীন্দ্র ভারতী বিশ্ববিদ্যালয় থেকে শাস্ত্রীয় কণ্ঠ সংগীতে প্রথম শ্রেণীতে এম.এ পাশ করেন। পরে তিনি রবীন্দ্র ভারতী বিশ্ববিদ্যালয় থেকে ২০২০ সালে ‘কন্ঠ সংগীত বিভাগ’ থেকে ‘পিএইচডি’ ডিগ্রি অর্জন করেন।