রাউজানের সংসদ সদস্য এবিএম ফজলে করিম চৌধুরী বলেছেন, এসএসসি পরীক্ষায় রাউজানের যারা কৃতিত্বের সাথে উত্তীর্ণ হয়েছে তাদের উচ্চশিক্ষা গ্রহণে এগিয়ে দিতে সব ধরনের সহায়তা দেয়া হবে। আমি চাই রাউজানের ছেলেমেয়েরা মেধার প্রতিযোগিতায় সর্বক্ষেত্রে এগিয়ে থাকুক।
রাউজান নোয়াজিশপুর অদুদিয়া উচ্চ বিদ্যালয়ের এসএসসি পরীক্ষায় উত্তীর্ণ শিক্ষার্থীদের সংবর্ধনা অনুষ্ঠানে ভাচ্যুয়ালি যোগ দিয়ে প্রধান অতিথির বক্তব্যে তিনি একথা বলেন। গতকাল মঙ্গলবার বিদ্যালয় মিলানায়তনে অনুষ্ঠানে সভাপতিত্ব করেন স্থানীয় চেয়ারম্যান সরোয়াদ্দি সিকদার। বিশেষ অতিথির বক্তব্য রাখেন উপজেলা নির্বাহী কর্মকর্তা আবদুস সামাদ সিকদার, উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা নাদির আহমেদ, ডা. দীপক সরকার। অনুষ্ঠানে বিদ্যালয়ের পরিচালনা পর্ষদের পক্ষ থেকে কৃতি শিক্ষার্থীদের পুরস্কৃত করা হয়।