পাহাড়ময় ভুটান। আর সেই পাহাড়ি পথ বেয়ে দৌড়াচ্ছেন বাংলাদেশি ফুটবলার জামাল–তপু–মিতুলরা। কিছুটা হাঁপিয়ে উঠছেন সবাই। পাহাড়ি পথ বেয়ে খেলোয়াড়দের হাইকিংয়ের কারণ সমুদ্রপৃষ্ঠ থেকে ভুটানের উচ্চতার কন্ডিশনের সঙ্গে মানিয়ে নেওয়া। আগামী ৫ ও ৮ সেপ্টেম্বর ভুটানের বিপক্ষে তাদের মাঠে দুটি প্রীতি ম্যাচ খেলবে বাংলাদেশ। থিম্পুতে পৌঁছানোর পর শনিবারের প্রস্তুতিতে তাই উচ্চতার সঙ্গে মানিয়ে নেওয়ার দিকে বাড়তি গুরুত্ব দিয়েছেন বাংলাদেশ কোচ হাভিয়ের কাবরেরা। দুটি ম্যাচই বাংলাদেশ খেলবে টার্ফে। কাবরেরাও বললেন, উচ্চতা ও টার্ফের সঙ্গে মানিয়ে নেওয়াই আপাতত তার মূল লক্ষ্য। ‘আগামীকাল (আজ) আমরা মাঠে স্বাভাবিক অনুশীলন শুরু করব। আপাতত আমাদের লক্ষ্য সমুদ্রপৃষ্ঠ থেকে উচ্চতা ও আর্টিফিশিয়াল টার্ফের সাথে মানিয়ে নেওয়া। সব মিলিয়ে চার সেশন পাব, জিম সেশন হয়েছে সকালে, পুল সেশন রিকভারি, যেগুলো মানিয়ে নেওয়ার জন্য যথেষ্ট হবে বলে আশা করি। উচ্চতার সাথে মানিয়ে নিতে হাইকিং করেছি। হাঁটার চেয়ে অনেক বেশি কার্যকরী ট্রেনিং এটা। খুবই ইতিবাচক।’ প্রথমবারের মতো হাইকিং করার অভিজ্ঞতা বিশ্বনাথ ঘোষের বেশ ভালোই লেগেছে। ঘাম ছুটে গেলেও উপভোগ করেছেন বলে জানালেন এই অভিজ্ঞ ডিফেন্ডার। আবারও জানালেন, দুই ম্যাচ জয়ই লক্ষ্য তাদের। ‘এখানে এসেছি, একটাই টার্গেট দুই ম্যাচে ৬ পয়েন্ট নিয়ে ভুটান ছাড়ব। এটা কেবল আমার নয়, দলের সবারই একই লক্ষ্য। আমার জীবনে এটা প্রথম অভিজ্ঞতা, এর আগে কখনও হাইকিং করিনি। সেটা এবার করেছি। আমরা সবাই মজা করেছি। অভিজ্ঞতাটা উপভোগ করেছি। শুরুর দিকে একটু কষ্ট হয়েছে (হাইকিং করতে)। যখন উপরে উঠে গেছি, তখন সবকিছু নরমালি করতে পেরেছি।’
গোলের খেলা ফুটবলে বাংলাদেশকে গোল এনে দেওয়ার মূল দায়িত্ব যার কাঁধে থাকবে, সেই ফরোয়ার্ড রাকিব হোসেনের কণ্ঠেও একই লক্ষ্যের প্রতিধ্বনি। ‘আমরা পুরো টিম পাহাড়ে হাইকিং করেছি, একটু কষ্ট হয়েছে সবার। কেননা, এখানকার আবহাওয়া আমাদের দেশের চেয়ে (এখন) একটু বেশি গরম। হালকা ঠান্ডাও আছে। একটু কষ্ট হয়েছে, কিন্তু আস্তে আস্তে আমরা আবহাওয়ার সাথে মানিয়ে নিচ্ছি। ভুটানের সাথে ম্যাচ রয়েছে, যত আগে এখানকার আবহাওয়ার সাথে মানিয়ে নিতে পারব, আমাদের জন্য তত ভালো হবে। আমরা জানি ভুটান শক্তিশালী দল। ওদেরকে নিয়ে ঢাকাতে অনেক কাজ করেছি। আমরা চাইব, এখান থেকে ভালো কিছু করে দেশে ফিরতে। এখানে যদি জিততে পারি, তাহলে আমাদের র্যাঙ্কিংয়ে উন্নতি হবে, সামনে যে এএফসি এশিয়ান কাপের ম্যাচ (বাছাই) আছে, সেখানে আমাদের সুবিধা হবে। আমরা চাই ভুটানের বিপক্ষে ভালো ফুটবল খেলতে এবং জিততে।’