উচ্চ শিক্ষায় বৃত্তি নিয়ে নরওয়ে যাচ্ছেন চুয়েটের আট শিক্ষার্থী

রাউজান প্রতিনিধি | মঙ্গলবার , ৫ আগস্ট, ২০২৫ at ৭:৩২ পূর্বাহ্ণ

চট্টগ্রাম প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (চুয়েট) ও নরওয়ের এগডার বিশ্ববিদ্যালয়ের যৌথ উদ্যোগে পরিচালিত একটি প্রকল্পের (কেয়ার প্রকল্প) আওতায় শিক্ষা বৃত্তি নিয়ে এবার নরওয়ে যাচ্ছেন চুয়েটের ৮ শিক্ষার্থী।

জানা যায়, চলমান কেয়ার প্রকল্পের আওতায় এর আগে মোট ২৬ জন শিক্ষার্থী উচ্চ শিক্ষার জন্য নরওয়ে যাওয়ার সুযোগ পেয়েছেন। যারা নতুন যাচ্ছেন তাদের মধ্যে ৫ জন ৫ মাস মেয়াদী মাস্টার্স কোর্সে অপর ৩ জন ২ বছর মেয়াদী মাস্টার্স কোর্সে।

গত রোববার নরওয়ে যাওয়ার জন্য আপেক্ষমাণ শিক্ষার্থীদের নিয়ে মতবিনিময় সভা করেছে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ। সভায় সভাপতিত্ব করেন চুয়েট ভাইসচ্যান্সেলর অধ্যাপক ড. মাহমুদ আব্দুল মতিন ভূইয়া। বিশ্ববিদ্যালয়ের সিন্ডিকেট কক্ষে অনুষ্ঠিত সভায় অন্যান্যদের মাঝে উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের মেকানিক্যাল অ্যান্ড ম্যানুফ্যাকচারিং ইঞ্জিনিয়ারিং অনুষদের ডিন অধ্যাপক ড. কাজী আফজালুর রহমান, রেজিস্ট্রার (অতিরিক্ত দায়িত্ব) অধ্যাপক ড. শেখ মোহাম্মদ হুমায়ুন কবির, পেট্রোলিয়াম অ্যান্ড মাইনিং ইঞ্জিনিয়ারিং বিভাগের বিভাগীয় প্রধান ও কেয়ার প্রকল্পের প্রকল্প পরিচালক অধ্যাপক ড. আবু সাদাত মুহাম্মদ সায়েম, অধ্যাপক ড. প্রসঞ্জীত দাশ এবং ড. মো. মাহবুবুল আলম।

সভায় বৃত্তি প্রাপ্ত শিক্ষার্থীদের উদ্দেশ্যে শুভেচ্ছা জানিয়ে উপাচার্য বলেন, চুয়েটের শিক্ষার্থীদের নরওয়ের মতো উন্নত দেশে উচ্চশিক্ষার সুযোগ পাওয়া আমাদের জন্য গর্বের। এটি শিক্ষার্থীদের মেধা, পরিশ্রম ও এই বিশ্ববিদ্যালয়ের মানসম্মত শিক্ষার স্বীকৃতি। তিনি আশা করেন বৃত্তিপ্রাপ্ত শিক্ষার্থীরা দেশ ও বিশ্ববিদ্যালয়ের সুনাম বিদেশে তুলে ধরবে, ভবিষ্যতে দেশের উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।

সভায় প্রকল্প পরিচলক অধ্যাপক ড. আবু সাদাত সায়েম বলেন, নরওয়েতে পড়াশোনা করতে যাওয়াটা চুয়েট শিক্ষার্থীদের জন্য বড় সুযোগ। সুযোগ পাওয়া শিক্ষার্থীরা ভবিষ্যতে সেখানে তাদের ক্যারিয়ারে পিএইচডি কিংবা চাকরি যাইই করুক, তাদের জন্য এই ডিগ্রি ভালো ভূমিকা রাখবে। তিনি জানান, চুয়েট থেকে নরওয়েতে পড়তে যাওয়া পাঁচজন শিক্ষার্থী এখন লেকচারার হিসেবে চাকরি করছেন। তাদের মধ্যে ৩ জন পিএইচডি অফার পেয়েছেন।

পূর্ববর্তী নিবন্ধবাদশাহ মিয়া চৌধুরীর মৃত্যুবার্ষিকী আজ
পরবর্তী নিবন্ধরাঙ্গুনিয়ায় সাজাপ্রাপ্ত আসামি গ্রেপ্তার