নওগাঁয় র্যাব হেফাজতে ভূমি অফিসের কর্মচারী সুলতানা জেসমিনের মৃত্যুর ঘটনা অনুসন্ধানে উচ্চ পর্যায়ের একটি কমিটি গঠনের নির্দেশ দিয়েছে হাই কোর্ট। এক রিট আবেদনের শুনানি নিয়ে বিচারপতি ফারাহ মাহবুব ও বিচারপতি মুহাম্মদ মাহবুব উল ইসলামের হাই কোর্ট বেঞ্চ গতকাল বুধবার এ আদেশ দেয়।
রিটকারী আইনজীবী ব্যরিস্টার মনোজ কুমার ভৌমিক এ তথ্য জানান। খবর বিডিনিউজের।
আদালত কমিটি গঠনের এ নির্দেশনা মন্ত্রিপরিষদ সচিবকে বাস্তবায়ন করতে বলেছে। জেলা জজ পদ মর্যাদার একজন বিচার বিভাগীয় কর্মকর্তা এবং চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেটকে রাখতে বলা হয়েছে কমিটিতে। তদন্ত শেষ করে কমিটিকে ৬০ দিনের মধ্যে প্রতিবেদন দাখিল করতে নির্দেশ দিয়েছে হাই কোর্ট। জেসমিনকে আটক ও জিজ্ঞাসাবাদের সঙ্গে জড়িত র্যাব সদস্যদের তদন্ত চলাকালীন সময়ে দায়িত্ব পালন থেকে সরিয়ে রাখতে বলা হয়েছে। এছাড়া মামলা ছাড়াই সুলতানা জেসমিনকে তুলে নেওয়া এবং গ্রেপ্তার কেন বেআইনি ঘোষণা করা হবে না, তা জানতে চেয়ে রুল জারি করেছেন আদালত। আইনজীবী মনোজ কুমার ভৌমিক নিজেই তার রিট আবেদনের পক্ষে শুনানি করেন। রাষ্ট্রপক্ষে ছিলেন অ্যাটর্নি জেনারেল এ এম আমিন উদ্দিন। সঙ্গে ছিলেন অতিরিক্ত অ্যাটর্নি জেনারেল এস এম মুনীর, শেখ মোহাম্মদ মোরশেদ, ডেপুটি অ্যাটর্নি জেনারেল সমরেন্দ্র নাথ বিশ্বাস, সহকারী অ্যাটর্নি জেনারেল আবুল কালাম খান দাউদ।
রাজশাহী বিভাগীয় কমিশনার কার্যালয়ে কর্মরত যুগ্ম সচিব এনামুল হকের অভিযোগে গত ২২ মার্চ নওগাঁ থেকে র্যাব আটক করে ভূমি অফিসের কর্মী জেসমিনকে। আটকের চার ঘণ্টা পর তাকে অসুস্থ অবস্থায় নওগাঁ সদর হাসপাতালে নিয়ে যায় র্যাব। সেখান থেকে তাকে পাঠানো হয় রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে। শুক্রবার সেখানে তার মৃত্যু হয়। পরিবারের অভিযোগ, র্যাবের নির্যাতনে তার মৃত্যু হয়েছে।