উখিয়ায় ৭০ হাজার ইয়াবাসহ দুই রোহিঙ্গা আটক

উখিয়া প্রতিনিধি | রবিবার , ৩০ অক্টোবর, ২০২২ at ১০:৫৩ পূর্বাহ্ণ

উখিয়ার রাজাপালং ও পালংখালী ইউনিয়নে পৃথক অভিযানে ৭০ হাজার ইয়াবাসহ দুই রোহিঙ্গা যুবককে আটক করছে বিজিবি। গতকাল শনিবার বিকেল সাড়ে তিনটায় পালংখালীর রাহমতের বিল ও ভোর সাড়ে চারটায় এ অভিযান চালানোর কথা জানা গেছে। আটকরা হল বালুখালী ১১ নং ক্যাম্পের জে-৩ ব্লকের সইদুল আমিন (২০) ও কুতুপালং ১ নং ক্যাম্পের বি/১১ ব্লকের মো. আব্দুল সালাম (২০)।

কক্সবাজার ৩৪ বিজিবির ভারপ্রাপ্ত অধিনায়ক লে. কর্ণেল শরীফ আহমেদ জানান, মিয়ানমার থেকে অবৈধভাবে ইয়াবা আসার সংবাদের ভিত্তিতে বিজিবির বালুখালী বিওপি সদস্যরা গতকাল শনিবার বিকেল সাড়ে ৩টার দিকে পালংখালী ইউনিয়নের রাহমতের বিল এলাকার একটি ধান ক্ষেত থেকে সইদুল আমিনকে আটক করে।

সে মিয়ানমার থেকে পায়ে হেঁটে ইয়াবা নিয়ে অবৈধভাবে অনুপ্রবেশ করছিল। তার কাছে থাকা ব্যাগ তল্লাশী করে ২০ হাজার ইয়াবা জব্দ করা হয়েছে। অন্যদিকে গতকাল শনিবার ভোর সাড়ে ৪টার দিকে রাজাপালং ইউপির তুলাতুলি জলিলের গোদা এলাকা থেকে আব্দুল সালামকে আটক করে বিজিবি সদস্যরা। এ সময় ৩-৪ জন মিয়ানমার থেকে পাহাড়ী পথ বেয়ে অবৈধভাবে অনুপ্রবেশ করছিল।

পূর্ববর্তী নিবন্ধসেন্ট স্কলাস্টিকাসে এইচএসসি পরীক্ষার্থীদের বিদায় সংবর্ধনা
পরবর্তী নিবন্ধনাইক্ষ্যংছড়িতে ৫২ফুট উঁচু বুদ্ধ মূর্তি