উখিয়ায় ১০ কোটি ৮০ লাখ টাকার ইয়াবা উদ্ধার

কক্সবাজার প্রতিনিধি | শুক্রবার , ২৮ নভেম্বর, ২০২৫ at ৯:২৮ পূর্বাহ্ণ

উখিয়ায় মাদকবিরোধী অভিযান চালিয়ে ৩ লাখ ৬০ হাজার পিস ইয়াবা উদ্ধার করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) সদস্যরা। যার আনুমানিক মূল্য ১০ কোটি ৮০ লাখ টাকা। তবে এ সময় কাউকে আটক করা সম্ভব হয়নি। গতকাল বৃহস্পতিবার ভোররাতে উপজেলার পালংখালী বিওপির একটি বিশেষ টহল দল এ অভিযান পরিচালনা করে। উখিয়া ৬৪ ব্যাটালিয়নের অধিনায়ক লে. কর্নেল মো. জসিম উদ্দিন ঘটনার সত্যতা নিশ্চিত করেন।

তিনি জানান, পালংখালী ইউনিয়নের সীমান্তবর্তী ফারিরবিল এলাকা দিয়ে বড় আকারের মাদকের চালান পাচার হচ্ছে এমন গোপন তথ্যের ভিত্তিতে তারা টহলে নামেন। ভোররাতে টহল অবস্থানকালে মিয়ানমার দিক থেকে দুই ব্যক্তিকে বাংলাদেশ সীমান্তে প্রবেশ করতে দেখে তাদের চ্যালেঞ্জ করা হয়। এসময় চোরাকারবারিরা হাতে থাকা তিনটি কালো ব্যাগ ফেলে দ্রুত মিয়ানমারের ভেতরে পালিয়ে যায়। পরে ব্যাগগুলো তল্লাশি করে ৩ লাখ ৬০ হাজার পিস ইয়াবা উদ্ধার করে বিজিবি সদস্যরা। বিজিবি জানায়, এ ঘটনার পর পলাতক চোরাকারবারিদের ধরতে রাতভর এলাকায় চিরুনি অভিযান চালানো হলেও কাউকে আটক করা সম্ভব হয়নি।

উখিয়া ব্যাটালিয়নের অধিনায়ক লে. কর্নেল মোহাম্মদ জসীম উদ্দিন আরও জানান, পালিয়ে যাওয়া মাদক চোরাকারবারিদের শনাক্তে গোয়েন্দা নজরদারি আরও বাড়ানো হয়েছে। পাশাপাশি কারা মাদক পাচারের সঙ্গে জড়িত তা খতিয়ে দেখা হচ্ছে। উখিয়া থানার অফিসার ইনচার্জ (ওসি) মোহাম্মদ জিয়াউল হক জানান, এ ঘটনায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করা হয়েছে।

পূর্ববর্তী নিবন্ধজাতীয় প্রাণিসম্পদ পদক পেল মমতা ডেইরি ফার্ম
পরবর্তী নিবন্ধদেশজুড়ে ভবন ও নির্মাণ কাজ অনুমোদনের জন্য পৃথক কর্তৃপক্ষ গঠনের নির্দেশ