উখিয়ার বালুখালী রোহিঙ্গা ক্যাম্পে পাহাড় ধসে ৫ জন রোহিঙ্গা নিহত হয়েছে। আজ মঙ্গলবার (২৭ জুলাই) সকাল ১০টার দিকে এফডিএমএন ক্যাম্প-১০ এর ব্লক- জি/৩৭ও জি ৩৮ এ ঘটনা ঘটে।
নিহতরা হলেন শাহ আলমের স্ত্রী দিলবাহার(৪২) ও ছেলে শফিউল আলম(৯) এবং ইউসুফের স্ত্রী দিল বাহার(২৫) দুই শিশু সন্তান আব্দুর রহমান(৩) ও আয়েশা ছিদ্দিকা(১)।
এ সময় আহত হয়েছে শাহ আলমের দুই সন্তান নূুর ফাতেমা(১৪) ও জানে আলম(৮)।
কক্সবাজার ১৬ এপিবিএন সুত্রে জানা যায়, গতকাল সোমবার রাত থেকে ভারী বৃষ্টিপাত হওয়ার ফলে আজ মঙ্গলবার আনুমানিক ১০টার দিকে বালুখালী ১০নং রোহিঙ্গা ক্যাম্পে (এফডিএমএন ক্যাম্প-১০ এর ব্লক- জি/৩৭) পাহাড় ধসে শাহ আলমের স্ত্রী দিল বাহার ও ছেলে শফিউল আলম নিহত হয়েছে।
এ সময় আহত উদ্ধার করা হয়েছে শাহ আলমের মেয়ে নুর ফাতেমা ও ছেলে জানে আলমকে। এছাড়া একই সময়ে ক্যাম্পে জি/৩৮ ব্লকে (এফডিএমডএন ক্যাম্প ১০ এর ব্লক জি/ ৩৮) ভূমিধসে আরো ৩ জন নিহত হয়। নিহতরা হলেন ইউসুফের স্ত্রী দিল বাহার (এফসিএন নং-২০১১৫৯ ব্লক-জি/৩৮ এফডিএমএন ক্যাম্প-১০।) দুই শিশু সন্তান আব্দুর রহমান (এফসিএন নং-২০১১৫৯) ও আয়েশা সিদ্দিকা(১) (এফসিএন নং-২০১১৫৯)।
পরে ঘটনাস্থল দু’টি থেকে স্থানীয় স্বেচ্ছাসেবকদের সহযোগিতায় মৃতদের উদ্ধার করা হয়। আহতদের চিকিৎসার জন্য হাসপাতালে নেওয়া হয়।
কক্সবাজার ১৬ এপিবিএন অধিনায়ক(এসপি) তারিকুল ইসলাম তারিক বলেন, “ক্যাম্প-১০ এর সিআইসি মহোদয়কে অবগত করে পরবর্তী কার্যক্রম গ্রহণের প্রক্রিয়া চলমান রয়েছে।”