উখিয়ায় মাটি চাপায় শ্রমিকের মর্মান্তিক মৃত্যু

উখিয়া-টেকনাফ প্রতিনিধি | শুক্রবার , ৯ জানুয়ারি, ২০২৬ at ১২:৪৫ অপরাহ্ণ

কক্সবাজারের উখিয়ায় অবৈধভাবে পাহাড় কাটার সময় মাটি চাপা পড়ে এক শ্রমিকের মর্মান্তিক মৃত্যু হয়েছে। স্থানীয়দের সহযোগিতায় পুলিশ লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য কক্সবাজার সদর হাসপাতালে পাঠিয়েছে। নিহত হলো উখিয়ার জালিয়াপালং ইউনিয়নের জুম্মাপাড়ার বাসিন্দা মির আহমেদের ছেলে নুরুল আমিন।

আজ শুক্রবার ভোররাত ৪টার দিকে উখিয়ার জালিয়াপালং ইউনিয়নের জুম্মাপাড়া এলাকায় এ ঘটনা ঘটে। স্থানীয় সূত্রে জানা যায়, হেলাল নামের এক ব্যক্তির দীর্ঘদিন ধরে ওই এলাকায় প্রকাশ্যে পাহাড় কেটে মাটি বিক্রি করছিল।

উখিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নুর আহমদ ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, নিহতের লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য কক্সবাজার সদর হাসপাতালে পাঠানো হয়েছে।

পূর্ববর্তী নিবন্ধনাফ নদীতে মাছ ধরতে গিয়ে গুলিবিদ্ধ টেকনাফের জেলে
পরবর্তী নিবন্ধইপিজেডে দেশীয় অস্ত্রসহ দুই ছিনতাইকারী গ্রেপ্তার