উখিয়ায় বিজিবির সাথে ইয়াবা ব্যবসায়ীদের গুলিবিনিময়ের ঘটনা ঘটেছে। গত মঙ্গলবার দিবাগত রাতে উখিয়ার জইল্যার গোদা এলাকায় এ ঘটনা ঘটে। এ সময় ঘটনাস্থল হতে ২ লাখ পিস ইয়াবা উদ্ধার করেন বিজিবির অভিযানিক দল।
কক্সবাজার ৩৪ বর্ডার গার্ড ব্যাটালিয়ান অধিনায়ক মো. মেহেদি হোসাইন কবির ঘটনার সত্যতা নিশ্চিত করেন। তিনি বলেন, কতিপয় ইয়াবা ব্যবসায়ী মিয়ানমার হতে ইয়াবার বড় চালান নিয়ে বাংলাদেশে প্রবেশের সংবাদ ছিল। এ ধরনের গোপন সংবাদে বিজিবি একটি অভিযানিক দল রাজাপালং ইউনিয়নের জইল্যার গোদার আমবাগানে অবস্থান নেয়। এ সময় ৫/৬ জন লোককে আসতে দেখে বিজিবি তাদেরকে থামতে সংকেত দেয়। কিন্তু সশস্ত্র ইয়াবা পাচারকারীরা বিজিবিকে লক্ষ্য করে গুলিবর্ষণ শুরু করে। এ সময় দায়িত্বরত বিজিবি সদস্যরাও পাল্টা গুলি করলে মাদক চোরাকারবারীরা গভীর পাহাড়ি জঙ্গলের দিকে পালিয়ে যায়। পরে চোরাকারবারীদের ফেলে যাওয়া বস্তা তল্লাশী করে ২ লাখ পিস ইয়াবা উদ্ধার করা হয়। এসব ইয়াবার মূল্য ৬ কোটি টাকা বলে উক্ত কর্মকর্তা জানান।