উখিয়ায় টমটমের ২ যাত্রীর মৃত্যু

বাসের সঙ্গে সংঘর্ষ

উখিয়া প্রতিনিধি | বুধবার , ১৩ জানুয়ারি, ২০২১ at ৮:০৯ পূর্বাহ্ণ

উখিয়ায় বাসের সঙ্গে টমটমের মুখোমুখি সংঘর্ষে ২ যাত্রী নিহত ও ২ জন গুরুতর আহত হয়েছেন। গতকাল মঙ্গলবার সকাল সাড়ে ৬টার দিকে উখিয়া টিভি রিল কেন্দ্র এলাকায় এই দুর্ঘটনা ঘটে। নিহতরা হলেন- উখিয়ার পালংখালী ইউনিয়নের বটতলী গ্রামের জাফর আহমেদ (৩২) ও নাইক্ষ্যংছড়ির ঘুমধুম ইউনিয়নের মনির আহমদ (৩০)।
উখিয়ার বালুখালী শাহপুরীর দ্বীপ হাইওয়ে পু্ি‌লশ ফাঁড়ির পরিদর্শক মারুফ রহমান বলেন, সকালে ঢাকা থেকে ছেড়ে আসা টেকনাফমুখী সেন্টমার্টিন সার্ভিসের একটি বাসের সঙ্গে টমটমের মুখোমুখি সংঘর্ষ হয়। এতে টমটমের ২ যাত্রী নিহত ও ২ যাত্রী গুরুতর আহত হন। পরে আহতদের কুতুপালংয়ে রেড ক্রিসেন্ট সোসাইটির হাসপাতালে ভর্তি করা হয়। ঘাতক বাসটি জব্দ করা হয়েছে। এছাড়া নিহতদের লাশ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।

পূর্ববর্তী নিবন্ধউখিয়ায় ওয়ার্ড ছাত্রলীগ সভাপতিকে আজীবনের জন্য বহিষ্কার
পরবর্তী নিবন্ধভাড়া বাসায় নারী ব্যাংকারের ঝুলন্ত লাশ