উখিয়ায় ক্যাম্পে মুখোশধারীর গুলিতে আহত রোহিঙ্গা যুবক

| বুধবার , ২৬ অক্টোবর, ২০২২ at ৫:০২ পূর্বাহ্ণ

উখিয়ায় শরণার্থী ক্যাম্পে মুখোশধারীর গুলিতে এক রোহিঙ্গা যুবক আহত হয়েছেন। গতকাল মঙ্গলবার সন্ধ্যায় কুতুপালং ২-ইস্ট ক্যাম্পের সি-ব্লকে এ ঘটনা ঘটে বলে জানান ১৪ আর্মড পুলিশ ব্যাটালিয়নের (এপিবিএন) অধিনায়ক সৈয়দ হারুন-উর-রশীদ। গুলিবিদ্ধ মোহাম্মদ সালাম (৩৭) ওই ক্যাম্পের বাসিন্দা রশীদ আলমের ছেলে। খবর বিডিনিউজের।
কক্সবাজার জেলা সদর হাসপাতালে নিরাপত্তায় নিয়োজিত পুলিশের সহকারি উপ-পরিদর্শক মো. রিপন চৌধুরী জানান, গতকাল মঙ্গলবার রাত ১০ টায় গুলিবিদ্ধ মোহাম্মদ সালামকে হাসপাতালে আনা হয়েছে। সেখানে তিনি চিকিৎসাধীন রয়েছে। হারুন-উর-রশীদ বলেন, সন্ধ্যা ৬টার দিকে নিজের বসতঘরের অদূরে স্থানীয়দের সঙ্গে কথা বলছিলেন মোহাম্মদ সালাম। এ সময় ৮/১০ জন মুখোশধারী তাকে লক্ষ্য করে উপর্যুপরি গুলি করে। এতে তিনি গুলিবিদ্ধ হয়ে লুটিয়ে পড়েন। খবর পেয়ে এপিবিএন-এর একটি দল ঘটনাস্থলে পৌঁছলে দুষ্কৃতকারীরা পালিয়ে যায়, পরে স্থানীয়দের সহায়তায় তাকে উদ্ধার করে কুতুপালং রোহিঙ্গা ক্যাম্প সংলগ্ন এমএসএফ হাসপাতালে নেওয়া হয় বলে তিনি জানান।
হারুন-উর-রশীদ বলেন, কারা কী কারণে এ ঘটনা ঘটিয়েছে তা এখনও নিশ্চিত হওয়া যায়নি। ঘটনায় জড়িতদের শনাক্ত করে গ্রেপ্তারে এপিবিএন অভিযান চালাচ্ছে।
উখিয়া থানার ওসি শেখ মোহাম্মদ আলী জানিয়েছেন, মঙ্গলবার রাত ৯টায় গুলিবিদ্ধ রোহিঙ্গা মোহাম্মদ সালামকে উন্নত চিকিৎসার জন্য উখিয়ার কুতুপালংস্থ এমএসএফ হাসপাতাল থেকে কক্সবাজার জেলা সদর হাসপাতালে পাঠানো হয়েছে।

পূর্ববর্তী নিবন্ধচমেক হাসপাতালে ৪ দালাল আটক
পরবর্তী নিবন্ধঅপহরণের অভিযোগ স্ত্রীর, পুলিশ গিয়ে দেখল পরোটা-ভাজি খাচ্ছেন!