উখিয়ায় এক লাখ ইয়াবাসহ রোহিঙ্গা আটক

উখিয়া প্রতিনিধি | শুক্রবার , ১৭ ফেব্রুয়ারি, ২০২৩ at ৬:৩৬ পূর্বাহ্ণ

মিয়ানমার হতে পাচার করে বাংলাদেশে আনার সময় এক লক্ষ পিস ইয়াবা জব্দ করেছে বিজিবি। গতকাল বৃহস্পতিবার উখিয়ার রাজাপালং ইউনিয়নের তুলাতলী এলাকা থেকে এক কোটি টাকা মূল্যের এসব মাদক উদ্ধারের কথা জানা গেছে। এসময় বিজিবি ধাওয়া করে এক রোহিঙ্গা মাদক ব্যবসায়ীকে আটক করেছে।

বিজিবির কক্সবাজার ৩৪ ব্যাটালিয়নের অধিনায়কের নেতৃত্বে রেজু আমতলী বিওপির বিজিবি সদস্যগণ গোপন সংবাদের ভিত্তিতে এ অভিযানে অংশ নেন। কতিপয় মাদক ব্যবসায়ী বিপুল পরিমাণ ইয়াবা মিয়ানমার হতে বাংলাদেশে আনার সময় বিজিবির ধাওয়ায় একজন আটক হলেও অন্যরা পালিয়ে যায়। বিজিবির কক্সবাজার ৩৪ ব্যাটালিয়নের অধিনায়ক লে. কর্ণেল মোহাম্মদ সাইফুল ইসলাম চৌধুরী জানান, গতকাল বৃহস্পতিবার সকাল ১১ টার দিকে উখিয়ার রাজাপালং ইউনিয়নের তুলাতলী জলিলের গোদা এলাকায় এসব ইয়াবা জব্দ করা হয়েছে।

এসময় ইয়াবা ব্যবসায়ী উখিয়ার কুতুপালং ক্যাম্পের রোহিঙ্গা বশির আহাম্মদের পুত্র শরীফ হোসেন (২১) কে আটক করা হয়েছে। আটক রোহিঙ্গার বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নিয়ে উখিয়া থানায় হস্তান্তর করা হয়েছে বলে তিনি জানান।

পূর্ববর্তী নিবন্ধচন্দনাইশে বিট পুলিশিং সমাবেশ
পরবর্তী নিবন্ধঅগ্রপথিক মুক্ত স্কাউট গ্রুপের সভা