পারিবারিক কলহের জের ধরে উখিয়ার কুতুপালং ক্যাম্পে একই ঘরের তিনজন খুন হয়েছেন। আজ শুক্রবার (২৩ এপ্রিল) বিকেল সাড়ে ৫টার দিকে এ লোমহর্ষক ঘটনা ঘটে। নিহত তিনজনের দুইজন স্বামী-স্ত্রী ও অপরজন স্ত্রীর বোন বলে জানা গেছে।
সংশ্লিষ্ট প্রত্যক্ষদর্শী প্রতিবেশী রোহিঙ্গারা জানান, কুতুপালং মেগা ক্যাম্পের ২/ইস্ট ক্যাম্পের ডি-৭ ব্লকে আজ শুক্রবার বিকেলে এ ট্রিপল মার্ডারের ঘটনা ঘটেছে। নিহত তিন রোহিঙ্গা হচ্ছে উক্ত ক্যাম্পের একই ব্লকের আলী হোসেনের ছেলে নুরুল ইসলাম (৩২) তার স্ত্রী আবদুল হাইয়ের মেয়ে মরিয়ম বেগম (২৬) ও নুরুল ইসলামের শ্যালিকা হালিমা খাতুন (২২)।
প্রতিবেশী ও নিহতের আত্মীয় স্বজনরা জানান, বেশ কিছুদিন ধরে স্বামী ও স্ত্রীর মধ্যে ঝগড়া-বিবাদ চলে আসছে। তাদের সংসারে ৩টি শিশুও রয়েছে। স্বামী-স্ত্রীর মধ্যে ঝগড়া-বিবাদের ব্যাপারে স্থানীয়ভাবে বেশ কয়েকবার বৈঠক হয়েছে কিন্তু যারা ব্লক ও হেড মাঝি আছে তারা টাকার বিনিময়ে শালিস বিলম্বিত করায় এ খুনের ঘটনা ঘটেছে বলে তাদের অভিমত।
উক্ত ক্যাম্পের ইনচার্জের দায়িত্বে থাকা উপ-সচিব মো. রাশেদুল ইসলাম খুনের ঘটনা নিশ্চিত করেন।
তিনি বলেন, “পারিবারিক কলহের জের ধরে স্বামী, স্ত্রী ও শ্যালিকাসহ তিনজন খুন হয়েছে। মৃতদেহ উদ্ধারে কার্যক্রম চলছে, উখিয়া থানায় খবর দেয়া হয়েছে।”