কক্সবাজারের উখিয়ার কুতুপালং-১ ইস্ট রোহিঙ্গা ক্যাম্পের ডি-৪ ব্লকে গ্যাসের চুলা থেকে আগুন লেগে ৬ জন দগ্ধ হয়েছেন। বৃহস্পতিবার (১২ মে) সকাল সাড়ে ৯টার দিকে এ ঘটনা ঘটে।
অগ্নিদগ্ধ ৬ জন বর্তমানে কুতুপালং এমএসএফ হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে বলে জানিয়েছেন ১৪ আর্মড পুলিশ ব্যাটালিয়নের অধিনায়ক নাইমুল হক।
নাইমুল হক জানান, রোহিঙ্গা নুর আলমের স্ত্রী রান্না করতে গেলে গ্যাসের পাইপ ছুটে হঠাৎ আগুন ধরে যায়। এতে নুর আলম, তার বউ, দুই ছেলে এবং পাশের ঘর থেকে দেখতে আসা দুজনসহ মোট ছয় ৬ জন অগ্নিদগ্ধ হয়।
আগুন দেখে পরিবারের সদস্য এবং আশপাশের রোহিঙ্গারা দ্রুত তৎপরতা চালিয়ে আগুন নিয়ন্ত্রণে আনতে সক্ষম হয়। এতে শেডের কিছু অংশ ক্ষতিগ্রস্ত হয় বলেও জানান তিনি।