কক্সবাজারের উখিয়ার গহীন বনে খাবারের সন্ধানে দলবল নিয়ে ঘুরছিল হাতির একটি পাল। হঠাৎ দল থেকে আলাদা হয়ে যায় মাত্র ৬ মাস বয়সী একটি বাচ্চা হাতি।
দিকবিদিক খুঁজেও দেখা মেলেনি মা ও দলের। একপর্যায়ে পাহাড়ের উপর থেকে পড়ে যায় হাতিটি। আহত অবস্থায় বাঁচার জন্য অনেক চেষ্টাও চলে। কিন্তু পাহাড়ের ঝিরির চিপায় পড়ে করুণ মৃত্যু হয় হাতিটির।
সোমবার (২৭ নভেম্বর) দুপুরে জালিয়াপালং ৮ নম্বর ওয়ার্ডের চোয়ানখালি গহীন পাহাড়ের ঝিরির চিপায় হাতিটি মৃত অবস্থায় পাওয়া যায়।
বিষয়টি নিশ্চিত করেন ইনানী রেঞ্জ অফিসার মো. ফিরোজ আল আমিন।
তিনি বলেন, ‘উখিয়ার ইনানী রেঞ্জের সোয়ানখালী বিটের আওতায় গহীন পাহাড়ের চিপায় পড়ে একটি বন্য বাচ্চা হাতি মৃত অবস্থায় পড়ে থাকতে দেখা যায়। হাতিটির বয়স আনুমানিক ৬ মাস, লম্বায় ২৫০ ফিট লম্বা হবে।’
তিনি আরও বলেন, ‘ধারণা করা হচ্ছে বাচ্চা হাতিটি খাদ্যের সন্ধানে গিয়ে মায়ের কাছ থেকে আলেদা হয়ে যায়। পাহাড়ের উপর থেকে পড়ে চিপায় আটকে গিয়ে তার মৃত্যু হয়েছে। দুই বা তিনদিন আগে এ বাচ্চা হাতির মৃত্যু হতে পারে। এখন এটি উদ্ধার করে নিরাপদ একটি জায়গায় মাটি দিয়ে পুঁতে ফেলা হবে।’
স্থানীয় আনোয়ার ইসলাম নামে এক ব্যক্তি বলেন, ‘চোয়ানখালি পাহাড়ে ভেতর বাচ্চা হাতিটি মৃত পড়েছিল। যা দেখে বনবিভাগকে খবর দেওয়া হয়। মনে হাতিটি মৃত্যু কয়েকদিন আগে হয়েছে। তাই দুর্গন্ধের জন্য হাতির পাশে যাওয়া যাচ্ছেনা।’