কক্সবাজারের উখিয়া-টেকনাফের বিভিন্ন রোহিঙ্গা ক্যাম্প থেকে পালিয়ে চট্টগ্রামে যাওয়ার পথে ৪৪জন রোহিঙ্গাকে আটক করেছে আর্মড পুলিশ ব্যাটালিয়ান।
গত ১৯দিন আটক করেছে ৫১৫জন রোহিঙ্গা। এসব রোহিঙ্গাদের স্ব-স্ব ক্যাম্প ইনচার্জের নিকট হস্তান্তর করা হয়।
সোমবার কক্সবাজার-টেকনাফ সড়কে বিভিন্ন যানবাহন তল্লাশি করে এদের আটক করেন এপিবিএন। উখিয়ার ৮ এপিবিএনের সহকারী পুলিশ সুপার সালা উদ্দিন কাদের বলেন, ক্যাম্পে কাঁটাতার কেটে রোহিঙ্গারা দেশের নানাপ্রান্তে ছড়িয়ে পড়ছে।
তাই কক্সবাজার-টেকনাফ সড়কে বাড়তি চেকপোস্ট বসানো হয়েছে। এরই অংশ হিসেবে উখিয়া ডিগ্রি কলেজ এলাকায় চেকপোস্টে বসিয়ে যানবাহন তল্লাশী চালিয়ে সকালে ৪৪ জন রোহিঙ্গা নাগরিককে আটক করা হয়।
সংশ্লিষ্টরা বলছেন, মিয়ানমারে সংঘাতময় পরিস্থিতিতে প্রত্যাবাসনের ক্ষেত্রে অনিশ্চয়তা তৈরি হওয়ায় পালানোর চেষ্টা করছেন রোহিঙ্গারা।