উখিয়ায় নানা প্রজাতির ৩৫টি পাখি জব্দ, পরে অবমুক্ত

উখিয়া প্রতিনিধি | রবিবার , ১৭ নভেম্বর, ২০২৪ at ৯:১৫ অপরাহ্ণ

কক্সবাজারের উখিয়ার বালুখালী রোহিঙ্গা ক্যাম্প বাজারে অভিযান চালিয়ে নানা প্রজাতির ৩৫টি পাখি জব্দ করেছে বন বিভাগ। জব্দকৃত পাখির মধ্যে ২৮টি বক ও অন্যান্য ৭ প্রজাতির পাখি। পাখির মধ্যে রয়েছে ময়না, পানকৌড়ি, বক। এ সময় কাউকে আটক করতে পারেনি বন বিভাগ।

রোববার (১৭ নভেম্বর) দুপুর আড়াইটার দিকে উখিয়ার রোহিঙ্গা ক্যাম্প বাজার এলাকায় এ অভিযান চালানো হয়।

অভিযানে নেতৃত্ব দেন উখিয়ার থাইংখালী বন বিট কর্মকর্তা বিকাশ দান। একইদিন বিকালে উপজেলা সহকারী কমিশনার ভূমি যারীন তাসনিম তাসিন ও উখিয়া রেঞ্জ কর্মকর্তা গাজী শফিউল আলম মুক্ত আকাশে পাখিগুলো অবমুক্ত করেন।

উখিয়া রেঞ্জ কর্মকর্তা গাজী শফিউল আলম ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, জব্দকৃত পাখি গুলো অবমুক্ত করা হয়েছে।

পূর্ববর্তী নিবন্ধবহদ্দারহাটে ফুটপাত থেকে দুই শতাধিক অবৈধ দোকান উচ্ছেদ
পরবর্তী নিবন্ধআনোয়ারায় ছুরি ধরে গ্রামীণ ব্যাংক কর্মকর্তার ২ লাখ টাকা ছিনতাই