উখিয়ায় দুই ছাত্রলীগ নেতা গ্রেফতার

উখিয়া প্রতিনিধি | শনিবার , ২৪ মে, ২০২৫ at ৬:২০ অপরাহ্ণ

কক্সবাজারের উখিয়া থানা পুলিশ অভিযান চালিয়ে নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগের দুই নেতাকে গ্রেফতার করেছে। আজ শনিবার সকালে গ্রেফতারকৃত দুই ছাত্রলীগ নেতাকে কক্সবাজার জেল হাজতে পাঠানো হয়েছে বলে উখিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ আরিফ হোসেন জানিয়েছেন।

গ্রেফতারকৃতরা হলো উখিয়া উপজেলা ছাত্রলীগের যুগ্ম আহবায়ক জুলহাস উদ্দিন টিপু (৩২) ও জালিয়াপালং ইউনিয়ন ছাত্রলীগ নেতা মোহাম্মদ কামাল উদ্দিন চৌধুরী (২৬)।

এ ব্যাপারে উখিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ আরিফ হোসেন ঘটনার সত্যতা নিশ্চিত করেন। তিনি বলেন, গ্রেফতারকৃত আসামিদের বিরুদ্ধে থানায় একাধিক মামলা রয়েছে।

পূর্ববর্তী নিবন্ধ১৫ বছরে পুঁজিবাজার ক্যাসিনোতে পরিণত হয়েছে : আমীর খসরু
পরবর্তী নিবন্ধচোরাই সিএনজির রুপ পরিবর্তন করে বিক্রি করতো চক্রটি