উখিয়ায় গুলিতে আহত বিএনপি নেতার মৃত্যু

কক্সবাজারে আজ হরতাল

কক্সবাজার ও উখিয়া প্রতিনিধি | বুধবার , ৮ নভেম্বর, ২০২৩ at ৬:০৯ পূর্বাহ্ণ

উখিয়ায় র‌্যাবের সাথে সংঘর্ষের সময় গুলিতে আহত জাগির হোসেন (৩৮) নামে এক বিএনপি নেতা দুদিন পর মারা গেছেন। গতকাল মঙ্গলবার সকালে চিকিৎসাধীন অবস্থায় চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতালে তার মৃত্যু হয়েছে। নিহত জাগির উখিয়ার জালিয়াপালং ইউনিয়নের ১ নং ওয়ার্ডের পাইন্যাশিয়া গ্রামের মৃত মো. আলমের ছেলে। তিনি ওই ওয়ার্ডের বিএনপির সহসাংগঠনিক সম্পাদক ছিলেন। প্রতিবাদে কক্সবাজার জেলায় আজ বুধবার সকালসন্ধ্যা হরতাল ডেকেছে বিএনপি।

স্থানীয় সূত্রে জানা যায়, গত রোববার মধ্যরাতে র‌্যাবের একটি টহল দল নাশকতা মামলার আসামি উখিয়া উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক সোলতান মাহমুদ চৌধুরীসহ অন্য আসামিদের ধরতে জালিয়াপালং ইউনিয়নের পাইন্যাশিয়া গ্রামে অভিযান চালায়। এ সময় স্থানীয় বিএনপির নেতাকর্মীসমর্থকরা র‌্যাবকে ঘিরে অস্ত্রশস্ত্র নিয়ে হামলা করতে থাকে। র‌্যাবও আত্মরক্ষার্থে ফাঁকা গুলি ছোড়ে।

গুলির শব্দ পেয়ে এলাকায় ডাকাত পড়েছে মর্মে মসজিদের মাইকে ঘোষণা দেওয়া হয়। একপর্যায়ে উভয় পক্ষে গোলাগুলির ঘটনা ঘটে। এ সময় স্থানীয়দের মধ্যে জাগির হোসেনসহ ৩ জন গুলিবিদ্ধ হন। তাকে উদ্ধার করে নিকটস্থ কোটবাজারে একটি ক্লিনিকে নিয়ে গেলে সেখান থেকে কক্সবাজারে পাঠানো হয়। অবস্থার অবনতি হলে পরে চমেক হাসপাতালে ভর্তি করা হয়। সেখানেই চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।

জাগির হোসেনের ভাতিজা শিহাব উদ্দিন বলেন, র‌্যাবের সাথে ঘটনায় তার চাচার পেটে গুলি লাগে। তার স্ত্রী ও দুই সন্তান রয়েছে।

কক্সবাজার জেলা বিএনপির সভাপতি শাহজাহান চৌধুরী দাবি করেন, বিএনপি শান্তিপূর্ণ অবস্থানে থেকে হরতালঅবরোধ কর্মসূচি পালন করে আসছে। গভীর রাতে আসামি ধরার নামে বিএনপির নেতাকর্মীদের বাড়িতে র‌্যাবের তল্লাশির ঘটনায় সাধারণ মানুষ ক্ষুব্ধ হচ্ছে বলে অভিযোগ করেন তিনি।

র‌্যাব১৫ এর সিনিয়র সহকারী পরিচালক (ল’ অ্যান্ড মিডিয়া) ও অতিরিক্ত পুলিশ সুপার মো. আবু সালাম চৌধুরী বলেন, গত রোববার রাতে অগ্নিসংযোগ ও ভাঙচুরের অভিযোগে নাশকতা মামলার প্রধান আসামি বিএনপি নেতা সোলতান মাহমুদ চৌধুরীসহ অন্য আসামিদের ধরতে র‌্যাবের একটি টহল দল পাইন্যাশিয়া গ্রামে অভিযানে যায়। এ সময় বিএনপির নেতাকর্মীসহ কয়েকশ মানুষ র‌্যাবকে ঘিরে ইটপাটকেল নিক্ষেপ করতে থাকে। এ সময় গুলিও ছোড়া হয়। একপর্যায়ে র‌্যাবের একটি গাড়ির কাচ ভেঙে যায়। তখন পরিস্থিতি সামাল দিতে র‌্যাব কয়েক রাউন্ড ফাঁকা গুলি ছোড়ে।

উখিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শেখ মোহাম্মদ আলী বলেন, র‌্যাবের ওপর হামলার ঘটনায় থানায় ৪২ জনের বিরুদ্ধে মঙ্গলবার সকালে মামলা হয়েছে। তবে এ মামলায় তখন পর্যন্ত কাউকে গ্রেপ্তার দেখানো হয়নি। তিনি বলেন, উভয় পক্ষের গোলাগুলিতে নিহত জাগির হোসেন র‌্যাবের দায়েরকৃত মামলায় ১৪ নং আসামি ছিলেন।

উল্লেখ্য, সাম্প্রতিক সময়ে বিএনপিজামায়াতের হরতালে উখিয়ায় সড়ক অবরোধ করে গাড়িতে অগ্নিসংযোগ ও ভাঙচুরের অভিযোগে বিএনপি নেতা সোলতান মাহমুদ চৌধুরীকে প্রধান আসামি করে উখিয়া থানায় ৩৫ নেতাকর্মীর বিরুদ্ধে নাশকতার অভিযোগে মামলা করে পুলিশ। গত ৩০ অক্টোবর উখিয়া থানায় মামলাটি করেন ওই থানার এসআই মো. আবদুল ওয়াহেদ।

কক্সবাজারে হরতাল : বিএনপি নেতা জাগির হোসেনের মৃত্যুতে কক্সবাজার জেলায় আজ বুধবার সকালসন্ধ্যা হরতাল ডেকেছে জেলা বিএনপি। কক্সবাজার জেলা বিএনপির সভাপতি শাহজাহান চৌধুরী ও সাধারণ সম্পাদক অ্যাডভোকেট শামীম আরা স্বপ্না গতকাল বিকালে দেওয়া এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানান। বিজ্ঞপ্তিতে জানানো হয়, ২৮ অক্টোবরের পরে বিভিন্ন থানায় মামলা দিয়ে ৫৫ জন বিএনপি নেতাকর্মীকে গ্রেপ্তার করা হয়েছে।

পূর্ববর্তী নিবন্ধএলিভেটেড এক্সপ্রেসওয়েসহ তিন প্রকল্প উদ্বোধন ১৪ নভেম্বর
পরবর্তী নিবন্ধবিএনপির নির্বাচনে যাওয়া উচিত