উখিয়ায় আরসা সদস্য দুটি রাইফেলসহ গ্রেফতার

উখিয়া প্রতিনিধি | রবিবার , ১৪ জুলাই, ২০২৪ at ১১:৩৬ পূর্বাহ্ণ

কক্সবাজারের উখিয়ার রোহিঙ্গা ক্যাম্পে মিয়ানমার থেকে যুদ্ধফেরত এক আরাকান রোহিঙ্গা স্যালভেশন আর্মির (আরসা) সদস্যকে গ্রেফতার করেছে এপিবিএন। এ সময় তার কাছ থেকে ৫০ রাউন্ড গুলিসহ দুটি রাইফেল উদ্ধার করা হয়।

গ্রেফতার ব্যক্তিকে উখিয়া থানায় হস্তান্তর করা হয়েছে। গ্রেফতার ব্যক্তি হলো উখিয়ার ১১ নম্বর রোহিঙ্গা ক্যাম্পের এ-১৫ সাব ব্লকের বাসিন্দা মৃত হাসান আহমদের পুত্র মোহাম্মদ ইলিয়াস (২৬)।

১৪ এপিবিএন থেকে পাঠানো এক প্রেসবিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। শনিবার (১৩ জুলাই) রাত সোয়া একটার দিকে ২০ নম্বর রোহিঙ্গা ক্যাম্পের এম-৩৫ ব্লকের সাব মাঝি নূর আলমের চায়ের দোকানসংলগ্ন বাঁশের ব্রিজের ওপর থেকে তাকে গ্রেফতার করা হয়।

রোহিঙ্গা ক্যাম্পে আইনশৃঙ্খলা রক্ষায় নিয়োজিত ১৪ আর্মড পুলিশ ব্যাটালিয়নের অধিনায়ক (অতিরিক্ত ডিআইজি) মো. ইকবাল বলেন, সম্প্রতি মিয়ানমারের গৃহযুদ্ধ থেকে ফেরত একজন আরসা সন্ত্রাসীকে দুটি রাইফেল ও ৫০ রাউন্ড গুলিসহ আটক করা হয়। তাকে অস্ত্র-গুলিসহ থানায় হস্তান্তর করা হয়েছে।

উখিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শামীম হোসেন বলেন, তার বিরুদ্ধে অস্ত্র আইনে মামলা হবে।

পূর্ববর্তী নিবন্ধআনোয়ারায় যুবলীগ নেতাকে কুপিয়ে হত্যা
পরবর্তী নিবন্ধবান্দরবানে ডেঙ্গু আক্রান্ত হয়ে কাউন্সিলর পুত্রের মৃত্যু