উখিয়ায় আওয়ামী লীগ নেতা গ্রেফতার

উখিয়া প্রতিনিধি | শুক্রবার , ৯ মে, ২০২৫ at ৯:০৮ অপরাহ্ণ

কক্সবাজারের উখিয়া থানা পুলিশ অভিযান চালিয়ে এক আওয়ামী লীগ নেতাকে গ্রেফতার করেছে। গ্রেফতারকৃত আসামিকে কক্সবাজার জেল হাজতে প্রেরণ করা হয়।

গ্রেফতারকৃত হলো উখিয়ার হলদিয়া পালং ইউনিয়নের পাতাবাড়ী গ্রামের মৃত সালেহ আহমদ চৌধুরীর ছেলে আসাব উদ্দিন (৫৫)। তিনি উপজেলার হলদিয়া পালং ইউনিয়নের ৪নং ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি বলে জানা গেছে।

বৃহস্পতিবার গভীররাতে উখিয়ার হলদিয়া পালং ইউনিয়নের পাতাবাড়ী গ্রাম থেকে তাকে আটক করেন।

এ ব্যাপারে উখিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি মোহাম্মদ আরিফ হোসেন বলেন গোপন সংবাদের ভিওিতে অভিযান চালিয়ে আওয়ামী লীগ নেতাকে গ্রেফতার করেন। তার বিরুদ্ধে উখিয়া থানায় মামলা রয়েছে।

পূর্ববর্তী নিবন্ধআওয়ামী লীগ নিষিদ্ধ ও গণহত্যাকারীদের বিচার দাবি করে বাঁশখালীতে বিক্ষোভ মিছিল
পরবর্তী নিবন্ধরশিদ হত্যাকাণ্ড : জড়িত থাকার অভিযোগে আটক ৩