কক্সবাজারের উখিয়ার কুতুপালং রোহিঙ্গা ক্যাম্পে অভিযান চালিয়ে দেশীয় তৈরি একটি ওয়ান শুটার গান এবং দুই রাউন্ড গুলিসহ এক রোহিঙ্গা যুবককে আটক করেছে ১৪ আর্মড পুলিশ ব্যাটালিয়ন (এপিবিএন)।
আটককৃত হলো উখিয়ার ৬ নম্বর রোহিঙ্গা ক্যাম্পের বাসিন্দা ওমর হাকিম (২৭)। আটককৃত আসামিকে উখিয়া থানায় হস্তান্তর করা হয়।
শনিবার (২৮ সেপ্টেম্বর) ভোর ৫ টা ৪০ মিনিটের দিকে নৌকারমাঠ পুলিশ ক্যাম্পের ক্যাম্প কমান্ডার ও অতিরিক্ত পুলিশ সুপার অহিদুর রহমানের নির্দেশনায় এ অভিযান পরিচালিত হয়।
অভিযান চলাকালে ক্যাম্প-৬ এর পিটখোলা বাজারস্থ জি.কে হাসপাতালের সামনে সন্দেহভাজন রোহিঙ্গা যুবক ওমর হাকিম (২৭) কে আটক করা হয়। তল্লাশির সময় তার লুঙ্গির কোমরের ডান পাশে গোজা অবস্থায় একটি দেশীয় তৈরি ওয়ান শুটার গান এবং কালো পলিথিনে মোড়ানো দুই রাউন্ড গুলি উদ্ধার করা হয়।
এ ব্যাপারে ১৪ এপিবিএনের অধিনায়ক (অতিরিক্ত ডিআইজি) মোহাম্মদ ইকবাল সত্যতা নিশ্চিত করেন। তিনি আরো বলেন এ বিষয়ে মামলা প্রক্রিয়াধীন রয়েছে।