কক্সবাজারের উখিয়ার সমুদ্র সৈকত থেকে এক অজ্ঞাত ব্যক্তির লাশ উদ্ধার করেছে পুলিশ। লাশটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য কক্সবাজার সদর হাসপাতালে পাঠানো হয়েছে বলে উখিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শামীম হোসেন জানিয়েছেন।
শুক্রবার (২১ জুন) দুপুরে উখিয়ার জালিয়াপালং ইউনিয়নের চেপটখালী ঘাটের পশ্চিমে সাগরতীর সংলগ্ন সমুদ্র সৈকত থেকে এ লাশ উদ্ধার করা হয়।
জানা যায়, উখিয়ার জালিয়াপালং ইউনিয়নের চেপটখালী ঘাটের পশ্চিমে সাগরতীরে বালির উপর অজ্ঞাতনামা মৃতদেহটি সাগরের পানিতে ভেসে আসে। ধারণা করা হচ্ছে ৪/৫দিন আগে তাকে হত্যা করা হয়। পরে হত্যা করে সাগরের পানিতে ফেলে দেওয়া হয়।
এ ব্যাপারে উখিয়া থানার ওসি শামীম হোসেন বলেন, অজ্ঞাতনামা লাশটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য কক্সবাজার সদর হাসপাতালে পাঠানো হয়েছে।