চিটাগাং উইম্যান চেম্বারের উদ্যোগে ও এসএমই ফাউন্ডেশনের সহযোগিতায় গত ৪ নভেম্বর থেকে ৫ দিনব্যাপী ‘ বেসিক বিউটিফিকেশন ’ শীর্ষক প্রশিক্ষণ কোর্সের সমাপনী অনুষ্ঠান গতকাল গতকাল বুধবার চেম্বারের সেমিনার হলে অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি ছিলেন উইম্যান চেম্বারের ভাইস–প্রেসিডেন্ট নিশাত ইমরান। তিনি বলেন, মেক–আপ হচ্ছে একটা আর্ট। এই আর্টে যে যত বেশি দক্ষ হবে, সে তত বেশি ভালো মেক–আপ আর্টিস্ট হবে। তিনি ৫ দিনের কোর্স কাজে লাগানোর জন্য প্রশিক্ষণার্থীদের প্রতি আহবান জানান। বক্তব্য রাখেন প্রশিক্ষক শাহিদা মোবিন তানিয়া। শেষে ৩০ জন প্রশিক্ষনার্থীর মাঝে সনদ বিতরণ করা হয়। প্রেস বিজ্ঞপ্তি।