উইম্বলডনের নারী এককে চ্যাম্পিয়ন ভন্দ্রোউসোভা

স্পোর্টস ডেস্ক | রবিবার , ১৬ জুলাই, ২০২৩ at ১০:২৮ পূর্বাহ্ণ

অসাধারণ পারফরম্যান্সে ‘ফেভারিট’ প্রতিপক্ষের সব চ্যালেঞ্জ সামলে ক্যারিয়ারে প্রথম গ্র্যান্ড স্ল্যাম শিরোপা জিতলেন চেক রিপাবলিকের ভন্দ্রোউসোভা। উইম্বলডনে সেন্টার কোর্টে শনিবার নারী এককের ফাইনালে সরাসরি সেটে বাজিমাত করেছেন ভন্দ্রোউসোভা। তিউনিসিয়ার জাবেরের বিপক্ষে প্রায় দেড় ঘণ্টা স্থায়ী ম্যাচটি জিতেছেন ৬, ৪ গেমে। এবার একের পর এক চমক জাগিয়ে, স্বপ্নের পথচলায় টেনিসের উন্মুক্ত যুগে প্রথম অবাছাই খেলোয়াড় হিসেবে উইম্বলডনের নারী এককে ট্রফি উঁচিয়ে ধরলেন তিনি।

পূর্ববর্তী নিবন্ধবাফুফের টেকনিক্যাল ডিরেক্টর পল স্মলির পদত্যাগ
পরবর্তী নিবন্ধহাটহাজারীতে সমপ্রীতির বন্ধন ফুটবল টুর্নামেন্ট শুরু