এম চিন্নাসোয়ামি স্টেডিয়ামে ম্যাচ আয়োজন করতে কর্নাটক স্টেট ক্রিকেট অ্যাসিসোয়েশনকে (কেএসসিএ) ছাড়পত্র দেয়নি পুলিশ। তাই উইমেন’স বিশ্বকাপের ম্যাচ বেঙ্গালুরু থেকে সরিয়ে নেওয়া হয়েছে। তাতে বদলে গেছে বাংলাদেশের দুটিসহ কয়েকটি ম্যাচের ভেন্যু। বিশ্বকাপের ভেন্যু বদলের কথা শুক্রবার বিবৃতি দিয়ে জানায় আইসিসি। নতুন ভেন্যু হিসেবে নাভি মুম্বাইয়ের ডিওয়াই পাটিল স্টেডিয়ামকে বেছে নেওয়া হয়েছে। ম্যাচগুলোর দিনক্ষণে অবশ্য কোনো পরিবর্তন আসেনি। শুরুতে ভারতের চার ভেন্যু বেঙ্গালুরুর চিন্নাসোয়ামি স্টেডিয়াম, গুয়াহাটির এসিএ স্টেডিয়াম, ইন্দোরের হলকার স্টেডিয়াম, ভিশাখাপত্তমের এসিএ–ভিডিসিএ স্টেডিয়াম ও শ্রীলঙ্কার আর প্রেমাদাসা স্টেডিয়ামে হওয়ার কথা ছিল এবারের বিশ্বকাপের ম্যাচগুলো। প্রাথমিক পর্বে আগামী ২৬ অক্টোবর ভারতের বিপক্ষে নিজেদের শেষ ম্যাচটি বেঙ্গালুরুতে খেলার কথা ছিল বাংলাদেশের। পরিবর্তিত সূচিতে এখন সেটি হবে নাভি মুম্বাইয়ে। শ্রীলঙ্কায় বাংলাদেশের দুটি ম্যাচ হওয়ার কথা থাকলেও, এখন সেখানে একটি ম্যাচ খেলবে নিগার সুলতানার দল। শ্রীলঙ্কার বিপক্ষে ২০ অক্টোবরের ম্যাচটি কলম্বোর বদলে নাভি মুম্বাইয়ে খেলবে তারা। আগামী ২ অক্টোবর কলম্বোয় পাকিস্তানের বিপক্ষে ম্যাচ দিয়ে বিশ্বকাপ অভিযান শুরু করবে বাংলাদেশ। ৭ অক্টোবর গুয়াহাটিতে তাদের প্রতিপক্ষ ইংল্যান্ড। বাংলাদেশ তাদের পরের তিনটি ম্যাচ খেলবে ভিশাখাপত্তমে। এখানে ১০ অক্টোবর নিউ জিল্যান্ড, ১৩ অক্টোবর দক্ষিণ আফ্রিকা ও ১৬ অক্টোবর অস্ট্রেলিয়ার বিপক্ষে লড়বে তারা।
বদলে গেছে টুর্নামেন্টের উদ্বোধনী ম্যাচের ভেন্যুও। আগামী ৩০ সেপ্টেম্বর ভারত–শ্রীলঙ্কার লড়াই বেঙ্গালুরুর বদলে হবে গুয়াহাটিতে। আর ১১ অক্টোবর শ্রীলঙ্কা–ইংল্যান্ড ম্যাচ গুয়াহাটির বদলে হবে কলম্বোতে। ৩০ অক্টোবর দ্বিতীয় সেমি–ফাইনাল বেঙ্গালুরুতে হওয়ার কথা থাকলেও এখন ম্যাচটি হবে নাভি মুম্বাইয়ে। আর নাভি মুম্বাই (আগের ভেন্যু ছিল বেঙ্গালুরু) অথবা কলম্বোয় ফাইনাল হবে ২ নভেম্বর। পাকিস্তান ফাইনালে উঠলেই কেবল ম্যাচটি হবে কলম্বোতে।