উইমেন অব ফেইথ নেটওয়ার্কের সভা

| রবিবার , ১৪ ডিসেম্বর, ২০২৫ at ১১:১১ পূর্বাহ্ণ

রিলিজিয়নস ফর পিস (আরএফপি) বাংলাদেশ চ্যাপ্টারের সহযোগী সংগঠন উইমেন অব ফেইথ নেটওয়ার্কের সভা গত শুক্রবার অনুষ্ঠিত হয়। সংগঠনের কার্যকরী প্রেসিডেন্ট প্রফেসর রাশিদা খানমের সভাপতিত্বে ও সেক্রেটারি জেনারেল প্রফেসর ড. মাছুম আহমেদের সঞ্চালনায় সভায় বক্তব্য দেন নির্বাহী সদস্য প্রফেসর রণজিৎ কুমার, প্রফেসর মো. জসিম উদ্দীন, কোষাধ্যক্ষ কবি বিশ্বজিৎ বড়ুয়া ও সাংগঠনিক সম্পাদক সাংবাদিক ফারুক তাহের।

সভায় নতুন কমিটির অনুমোদন দেওয়া হয়। নবগঠিত কমিটির প্রেসিডেন্ট হলেন চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের সাবেক প্রফেসর ড. রাশিদা খানম এবং সেক্রেটারি জেনারেল চবি সংগীত বিভাগের চেয়ারম্যান মিশকাতুল মমতাজ মুমু।

২৩ সদস্যের কমিটিতে আছেন ভাইস প্রেসিডেন্ট () শামসুন্নাহার বেগম, ভাইস প্রেসিডেন্ট () জেসমিন সুলতানা পারু, সহকারী সেক্রেটারি জেনারেল মুক্তা চক্রবর্তী, কোষাধ্যক্ষ লুবনা কাফি রূহী, সাংগঠনিক সম্পাদক চবি শিক্ষক ফারিহা মাহজাবীন, গবেষণা সম্পাদক চবি শিক্ষক আসমা আখতার আঁখি, নির্বাহী সদস্য অধ্যক্ষ উম্মে হাবিবা চৌধুরী, অ্যাডভোকেট ফাতেমা খাতুন, শান্তিকর্মী এলি রানী বড়ুয়া, সাংস্কৃতিককর্মী সৈয়দা সাজেদা স্নিগ্ধা, স্মৃতি রানী ভট্টাচার্য, জয়মালা বড়ুয়া, শান্তিকর্মী শর্মিষ্ঠা তালুকদার, শিক্ষিকা এনা সামসন, চবি শিক্ষক সুফিয়া বেগম, শান্তিকর্মী মুনা বড়ুয়া, সাংস্কৃতিককর্মী উম্মে সালমা নিঝুম, স্থপতি ইমা চক্রবর্তী প্রমুখ। প্রেস বিজ্ঞপ্তি।

পূর্ববর্তী নিবন্ধঅভয়মিত্র মহাশ্মশান পরিচালনা পরিষদের প্রস্তুতি সভা
পরবর্তী নিবন্ধমানবতার সেবায় সকলকে একযোগে কাজ করার আহবান