উইন্ডোজে পাওয়া গেল নিরাপত্তাজনিত ত্রুটি

| শনিবার , ১০ জুলাই, ২০২১ at ৮:০৫ পূর্বাহ্ণ

উইন্ডোজে নিরাপত্তাজনিত ত্রুটি খুঁজে পেয়েছেন গবেষকরা। সেই কারণে জরুরি ভিত্তিতে ব্যবহারকারীকে আপডেট ইনস্টল করার পরামর্শ দিয়েছে যুক্তরাষ্ট্রের সফটওয়্যার নির্মাতা প্রতিষ্ঠান মাইক্রোসফট। বৃহস্পতিবার (৮ জুলাই) মার্কিন সংবাদমাধ্যম সিএনএনের এক প্রতিবেদন থেকে এই তথ্য জানা গেছে। উইন্ডোজে নিরাপত্তাজনিত ত্রুটির নাম হলো ‘প্রিন্টনাইটমেয়ার’। এর কারণে উইন্ডোজ প্রিন্ট স্পুলার সেবা বাধাগ্রস্ত হচ্ছে। সাইবার নিরাপত্তা প্রতিষ্ঠান স্যাংফোরের গবেষকরা দুর্ঘটনাবশত ত্রুটিটি সামনে আনেন। ফলে স্বাভাবিকভাবেই এটি সবার সামনে চলে আসে। গত মে মাসের শেষের দিকে গবেষকরা উইন্ডোজের এই ত্রুটি খুঁজে পান। এর মাধ্যমে একাধিক ব্যবহারকারী একই প্রিন্টার ব্যবহার করতে পারেন। গবেষকরা ত্রুটির ব্যাপারে সবাইকে জানিয়ে দেওয়ার পর ডেভেলপার সাইট গিটহাবেও এই তথ্য ছড়িয়ে পড়েছে।

পূর্ববর্তী নিবন্ধমেসি নয় পুরো আর্জেন্টিনা দলকে নিয়ে ভাবছে ব্রাজিল
পরবর্তী নিবন্ধচাকরি অনুসন্ধানের ফিচার আনল টিকটক