উইন্ডিজ পর্যবেক্ষক দল আসছে শনিবার

| বুধবার , ২৫ নভেম্বর, ২০২০ at ১০:৫৫ পূর্বাহ্ণ

জানুয়ারিতে টাইগারদের বিপক্ষে পূর্ণাঙ্গ সিরিজ সামনে রেখে ২৮ নভেম্বর বাংলাদেশ সফরে আসছেন ওয়েস্ট ইন্ডিজ ক্রিকেট বোর্ডের দুই সদস্যের পর্যবেক্ষক দল। তিন থেকে চার দিনের এই সফরে তারা বাংলাদেশ ক্রিকেট বোর্ডের কোভিড-১৯ ব্যবস্থাপনা থেকে শুরু করে ভেন্যু পরিদর্শন, ম্যাচ পরিচালনা ও ম্যাচ সিনারিও পর্যবেক্ষণ করবেন। বিসিবি’র সিইও নিজাম উদ্দিন চৌধুরী সুজন শুধু কোভিড না, এটি একটি সফরপূর্ব পরিদর্শন। যেহেতু বৈশ্বিক পরিস্থিতি স্বাভাবিক না সেহেতু কীভাবে আমরা ম্যাচ আয়োজন করি, ম্যাচ পরিচালনা করি, ম্যাচ সিনারিও কী এই বিষয়গুলো দেখার জন্যই আসা। ওনারা তিন চার দিন থাকবেন। খেলা দেখবে ও ম্যাচ ডে অপারশেন দেখবে। এই দুই পর্যবেক্ষকের একজন হচ্ছেন ড. অক্ষয় মানসিং যিনি কিনা ক্রিকেট উইন্ডিজের মেডিকেল প্যানেলের সদস্য ও বোর্ড পরিচালক। অপরজন বোর্ডের নিরাপত্তা ম্যানেজার পল স্লোয়ি। এই সিরিজে স্বাগতিক বাংলাদেশের বিপক্ষে ক্যারিবিয়ানদের তিনটি টেস্ট, সমান সংখ্যক ওয়ানডে ও ২টি টি-টোয়েন্টি খেলার কথা রয়েছে।

পূর্ববর্তী নিবন্ধচোট থেকে সেরে উঠে আজ কাতার যাচ্ছেন জীবন
পরবর্তী নিবন্ধসপ্তম বলেই উইকেট তুলে নিলেন সাকিব