রোহিঙ্গাদের চেয়ে উইঘুর মুসলমানদের উপর বেশি নির্যাতন চালানো হচ্ছে বলে অভিযোগ করে তা বন্ধে জাতিসংঘকে জোরালো ভূমিকা রাখার আহবান জানিয়েছে আলেম মুক্তিযোদ্ধা প্রজন্ম সংসদ। গত শুক্রবার চট্টগ্রাম প্রেস ক্লাবে আয়োজিত উইঘুর মুসলিম নির্যাতনের প্রতিবাদে আলোচনা এবং ‘উইঘুরের কাঁন্না’ শীর্ষক বইয়ের মোড়ক উম্মোচন অনুষ্ঠানে বক্তারা এ কথা বলেন। আলেম মুক্তিযোদ্ধা প্রজন্ম সংসদ চট্টগ্রাম মহানগর সভাপতি মুফতি ওসমান গনি চৌধুরীর সভাপতিত্বে এতে প্রধান অতিথি ছিলেন ইউসিটিসি ইউনিভার্সিটির অধ্যাপক ড. বেলাল নুর আজিজী। প্রধান আলোচক ছিলেন আলেম মুক্তিযোদ্ধা প্রজন্ম সংসদের চেয়ারম্যান আল্লামা সদরুদ্দীন মাকনুন। এতে বক্তব্য রাখেন মুফতি তানজিল আমীর, ইয়াসিন হাবিব, মাওলানা আ ন ম আহমদ উল্লা, মাওলানা ওসমান কাসেমী প্রমুখ। প্রেস বিজ্ঞপ্তি।











