ঈশান এখন

সৈয়দা সেলিমা আক্তার | শনিবার , ২১ ডিসেম্বর, ২০২৪ at ৬:১০ পূর্বাহ্ণ

তারাদের দেশে ঘুরছে বাবাই

পরিদের সাথে ঘুরছে

ফুলে ফুলে দোলে প্রজাপতিসহ

রঙিন পাখায় উড়ছে।

কখনো ফুলের বাগানে হাঁটছে

দোল খায় দেখ বাতাসে

সোনাজাদুরই চাঁদমাখা মুখ

ছবি হয়ে আছে আকাশে।

ঘুমের ভেতর স্বপ্নরাজ্যে

এলিসের মত গেলে কি?

ফুলপরি আর লালপরিগুলো

তোমার সঙ্গে খেলে কি!

মামণি আর বাবাও তোমায়

খুঁজছে বাড়ি সারা

ঈশানমণির সাথে দেখ ওই

খেলছে ফেরেশতারা।

পূর্ববর্তী নিবন্ধসাংবাদিকতার পথিকৃৎ
পরবর্তী নিবন্ধমুক্ত চিন্তা-চেতনার অগ্রপথিক