মাইজভান্ডার দরবার শরীফের ইমাম হযরত শাহ্সূফী ড. সাইয়্যিদ সাইফুদ্দীন আহমদ আল্–হাসানী ওয়াল হোসাইনী মাইজভান্ডারী বলেন, ইমাম হোসাইন (রাঃ) এর সংগ্রাম ছিল অন্যায়–অবিচার ও জালিমের বিরুদ্ধে। তিনি ছিলেন মজলুমদের নেতা। কারবালা প্রান্তরে সত্য, ন্যায় ও ইনসাফ প্রতিষ্ঠার জন্য ইমাম হোসাইন (রাঃ) এবং নবী পরিবারের সম্মানিত সদস্যবর্গ তাদের জীবনকে উৎসর্গ করেছেন, তবুও জালিম এজিদের সাথে আপস করেন নি। মুমিনদের ঈমানি চেতনায় জেগে উঠার প্রধান উপকরণ আহলে বায়তে রাসুল (দ.) ও কারবালার স্মরণ। গতকাল ফটিকছড়ি মাইজভান্ডার দরবার শরীফে আনজুমানে রহমানিয়া মইনীয়া মাইজভান্ডারীয়া আয়োজিত আহলে বায়তে রাসুল (দ.) স্মরণে শাহাদাত–এ কারবালা মাহফিলে সভাপতির বক্তব্যে তিনি এসব কথা বলেন। মাহফিলে বিশেষ অতিথি ছিলেন শাহ্জাদা সাইয়্যিদ মেহবুব–এ–মইনুদ্দীন আল্–হাসানী, শাহ্জাদা সাইয়্যিদ মাশুক–এ–মইনুদ্দীন, শাহ্জাদা সাইয়্যিদ হাসনাইন–এ–মইনুদ্দীন। আহলে বায়তে রাসুল (দ.) ও শোহাদায়ে কারবালা সম্পর্কে কুরআন সুন্নাহর আলোকে আলোচনায় অংশ নেন হযরত সৈয়দ মইনুদ্দীন আহমদ মাইজভান্ডারী ট্রাস্টের মহাসচিব অ্যাডভোকেট কাজী মহসীন চৌধুরী, ঘিলাতলা দরবার শরীফের সাজ্জাদানশীন হযরত মাওলানা বাকী বিল্লাহ আল আজহারী, মুফতী মাওলানা মাকসুদুর রহমান, খলিফা মাওলানা হাসান মাইজভান্ডারী, হযরত মাওলানা রুহুল আমীন ভূঁইয়া চাঁদপুরী, অধ্যক্ষ আল্লামা গোলাম মুহাম্মদ খান সিরাজী, আমতল সিদ্দিকীয়া মইনীয়া সুন্নীয়া দাখিল মাদ্রাসার সুপার মাওলানা বাকের আনসারী, হাফেজ মাওলানা নাজের হোসাইন, হাফেজ ক্বারী মাওলানা কেরামত আলী মাইজভান্ডারী, মাওলানা মনছুর আলী, হাফেজ ক্বারী খাজা বাহাউদ্দীন মাইজভান্ডারী, আনজুমান কেন্দ্রীয় সহসভাপতি খলিফা আব্দুল মান্নান, মইনীয়া গণমাধ্যম ফোরামের যুগ্ম আহ্বায়ক মহি উদ্দীন, সদস্য সচিব শাহ মো. ইব্রাহিম মিয়া মাইজভান্ডারী, মইনীয়া যুব ফোরামের কেন্দ্রীয় সাধারণ সম্পাদক মুহাম্মদ আসলাম হোসাইন প্রমুখ। প্রেস বিজ্ঞপ্তি।












