আনোয়ারায় ঈদের দিন রান্না করার সময় শাড়িতে আগুন লেগে ১৩ ঘণ্টা মৃত্যুর সাথে পাঞ্জা লড়ে উর্মি আক্তার (২৫) নামের এক গৃহবধূর করুণ মৃত্যু হয়েছে।
গত সোমবার সকালে নিহত গৃহবধুর শ্বশুরবাড়ি উপজেলার হাইলধর ইউনিয়নের খাসখামা দেয়াঙ আলী চৌধুরীর বাড়িতে এ আগুন লাগার ঘটনা ঘটে। সে স্থানীয় বাঁচা মিয়ার স্ত্রী। ঘটনার পর আহত গৃহবধূ চমেক হাসপাতালের বার্ন ইউনিটে ১৩ ঘন্টা পাঞ্জা লড়ে মারা যান। এই ঘটনায় নিহতের পরিবার ও পুরো এলাকায় শোকের ছায়া নেমে আসে।
জানা যায়, নিহত গৃহবধূ চাতরী ইউনিয়নের ডুমুরিয়া রূদুরা গ্রামের মো. সেলিমের কন্যা। গত দুই বছর আগে তাদের বিয়ে হয়। দাম্পত্য জীবনে তার কোন সন্তান–সন্ততি নাই। নিহতের পারিবারিক সূত্রে জানা গেছে, ঈদের দিন সকালে রান্না করার সময় হঠাৎ গৃহবধূ উর্মি আক্তারের শাড়িতে আগুন লেগে পুরো শরীর দগ্ধ হয়ে মুমূর্ষ অবস্থায় হাসপাতালে ভর্তি করা হয়। মৃত্যুর আগে জ্ঞান ফিরলে পরিবারের লোকজনের সাথে কথা বলে এক পর্যায়ে মৃত্যুর কাছে হার মানে। স্থানীয় ইউপি সদস্য মো. রফিকুল ইসলাম ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন। আনোয়ারা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (তদন্ত) তৈয়বুর রহমান জানান, এ ঘটনায় কোন অভিযোগ নেই।